পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিবমন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন কোচবিহারের দুই বিজেপি প্রার্থী - sukumar roy

কোচবিহারের দুই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বানেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন ৷ এবারের নির্বাচনে কোচবিহারের সংশ্লিষ্ট কেন্দ্রে কেনও প্রতিপক্ষ নেই বলে দাবি করেন তাঁরা ৷

শিবমন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন কোচবিহারের দুই বিজেপি প্রার্থী
শিবমন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন কোচবিহারের দুই বিজেপি প্রার্থী

By

Published : Mar 16, 2021, 3:46 PM IST

কোচবিহার, 16 মার্চ : 10 এপ্রিল ,চতুর্থ দফায় কোচবিহারের 9 টি আসনে নির্বাচন ৷ এখনও বাকি কিছুটা সময় ৷ কিন্তু সময় নষ্ট করতে নারাজ প্রার্থীরা ৷ কালবিলম্ব না করে শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায় এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মালতি রাভা ৷

রবিবার বিজেপি কোচবিহারের 9 টি আসনের 7 টিতে প্রার্থী ঘোষণা করেছে ৷ তারপর আজ সকালে কয়েকশো বছরের পুরানো শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার ময়দানে নামলেন উত্তর বিধানসভা কেন্দ্র ও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী ৷

শিবমন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন কোচবিহারের দুই বিজেপি প্রার্থী

তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মালতি রাভার মতে , " নতুন করে প্রচারে নামিনি ৷ প্রতিদিনই আমাদের প্রচার চলছে ৷ বুথ স্তর পর্যন্ত প্রচার চলছে ৷ " পাশাপাশি তিনি বলেন ," তুফানগঞ্জের মেয়ে আমি ৷ বউ আমি ৷ নিচুতলার প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার পরিচয় ৷ তাই নতুন করে আমার পরিচিতি বাড়ানোর কোনও বিষয় নেই ৷ " অন্যদিকে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায় প্রসঙ্গে বলেন , " উনি কোচবিহারের ভূমিপুত্র ৷ ওনার ক্ষেত্রেও আলাদা করে প্রচারের কোনও বিষয় নেই ৷"

আরও পড়ুন :প্রার্থী নিয়ে বাড়ছে ক্ষোভ, রাজ্য নেতৃত্বের সঙ্গে রাতভর বৈঠক শাহর

কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায় নির্বাচনী প্রচারে বেড়িয়ে দারুণ খুশি ৷ বললেন, " মানুষের ঢল দেখে ভাল লাগলো ৷ " পাশাপাশি কোচবিহার উত্তর বিধানসভা থেকে তৃণমূলকে 50 হাজার ভোটে হারানোর কথাও দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন তিনি ৷ বলেন " এবারে তৃণমূলের ভোটটাও আমরাই পাব ৷ "

কোচবিহারের দুই বিজেপি প্রার্থী যে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার জন্য তৈরি , তা তাদের কথাতেই স্পষ্ট৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷

ABOUT THE AUTHOR

...view details