কোচবিহার, 16 মার্চ: বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে বিভিন্ন কেন্দ্রে বহু রাজনৈতিক দলের প্রার্থী বদলের দাবি উঠছে। এবার বিজেপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ সংগঠিত হল কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায়কে বদলের দাবিতে সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসানিমারিতে পথ অবরোধ করল বিজেপির কর্মী-সমর্থকরা।
বিজেপি প্রার্থী বদলের দাবিতে সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মী-সমর্থকদের পথ অবরোধ
বিজেপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ সংগঠিত হল কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায়কে বদলের দাবিতে সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসানিমারিতে পথ অবরোধ করল বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ।
সোমবার রাত থেকে শুরু হওয়া তাদের এই বিক্ষোভ মঙ্গলবার দুপুর পর্যন্তও অব্যাহত রয়েছে। কর্মী-সমর্থকদের অভিযোগ এই বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিজেপি করে আসা ভবেন রায় প্রার্থী হিসেবে অন্যতম দাবিদার থাকলেও, কিছুদিন আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা দীপক রায়কে বিজেপির প্রার্থী করা হয়েছে এই সিতাই বিধানসভা কেন্দ্রে। ঘটনার জেরে তুমুল বিক্ষোভও সংগঠিত হয়।
এই দীপক রায়কে কোনওভাবেই প্রার্থী হিসেবে মানা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। প্রয়োজনে স্থানীয় কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে ভবেন রায়কে দাঁড় করাবে বলেও জানিয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে তারা। গোসানিমারিতে এই অবরোধের জেরে দিনহাটা-সিতাই রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কোচবিহার জেলা বিজেপি নেতৃত্বের একাংশ।