কোচবিহার, 6 এপ্রিল:ফর্ম ফিলাপ করেও কাজের সমাধান হচ্ছে না ৷ এই অভিযোগ তুলে গ্রামে বসা দুয়ারে সরকার ক্যাম্প তুলে দিল বাসিন্দারা । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ধলপল-1 গ্রাম পঞ্চায়েতের 9/214 নম্বর বুথে নদী ভাঙতি এলাকায় । এদিন ক্যাম্পে গিয়ে সমস্ত কাগজপত্র ফেলে দেয় গ্রামবাসীরা ৷ পাশাপাশি যাঁরা দুয়ারে সরকার ক্যাম্প বসিয়েছিলেন তাঁদেরও তাড়িয়ে দেওয়া হয় । দক্ষিণ ধলপল গ্রামের বাসিন্দা পুলিন দাসের অভিযোগ, দুয়ারে সরকারের নামে শুধু গ্রামবাসীদের হয়রানি করা হচ্ছে । বার বার শুধু দুয়ারে সরকার ক্যাম্প বসছে । বিভিন্ন ফর্ম ফিলাপ করা হচ্ছে । তবে কাজ একটাও হচ্ছে না । এমনকী কোন কারণে কাজটা হল না, সেটাও জানানো হচ্ছে না তাদের তরফে । কাজ কর্ম বাদ দিয়ে দুয়ারে সরকার আসছে ৷ তারপর কাজ না হলে কী কারণে এই ক্যাম্প, তাই তুলে দেওয়া হয়েছে বললেন তিনি ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ । গোটা বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি । বিষয়টি নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে । বিজেপির মণ্ডল সভাপতি যুগলকিশোর দাস বলেন, "দুয়ারে সরকারে মানুষের কোনও কাজে লাগছে না । তাই বাসিন্দারা হয়তো ক্যাম্প উঠিয়ে দিয়েছে ।" যদিও ধলপল -1 অঞ্চল তৃণমূল সভাপতি পরিমল দাস বলেন, "দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মানুষের উপকার হচ্ছে । হয়তো কাগজপত্রে গণ্ডগোল ছিল । তাই তাদের কাজ হয়নি ।"