কোচবিহার, 16 মার্চ : মাথাভাঙ্গায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে তাজা 2টি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । কোচবিহারের মাথাভাঙা 1 নং ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এই বোমা উদ্ধার হয় । সোমবার সকালে ওই কার্যালয়ের সামনে বোমা দেখতে পান স্থানীয়রা ।
পঞ্চায়েত কার্যালয়ের সামনে উদ্ধার তাজা বোমা - ২টি বোমা উদ্ধার
কোচবিহারের মাথাভাঙা 1 নং ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ।
দুটি তাজা বোমা
ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে আসে। বোমা উদ্ধারের ঘটনায় বর্তমানে কুর্শামারি গ্রাম পঞ্চায়েত কার্যালয় সহ ওই এলাকায় পুলিশি টহল রাখা হয়েছে । ওই বোমা গুলি ঠিক কারা রেখেছে তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
Last Updated : Mar 16, 2020, 6:21 PM IST