পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর - vandalised

কোচবিহারের মাথাভাঙায় আজ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর করা হয় । এই ঘটনায় অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ।

ভাঙচুর

By

Published : May 23, 2019, 7:32 PM IST

Updated : May 23, 2019, 10:25 PM IST

কোচবিহার, 23 মে : কোচবিহারে BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের জয়ের পরেই জেলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর হল । এই ঘটনায় অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে । যদিও BJP-র তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী ও BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের মধ্যে গণনার শুরু থেকেই চলছিল হাড্ডাহাড্ডি লড়াই । ট্রেন্ড অনুয়ায়ী BJP প্রার্থী জিততে চলেছেন । তাই সরকারিভাবে ফল ঘোষণার আগেই জেলার বিভিন্ন জায়গায় মিছিল বের করে গেরুয়া শিবির । মাথাভাঙায় হাজরাহাট এলাকার পশ্চিম খাটের 225 নম্বর বুথের কাছে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় । এই ঘটনায় অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে ।

স্থানীয় তৃণমূলকর্মী সর্বানন্দ বর্মণ বলেন , "আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে BJP-র গুন্ডারা । পার্টি অফিস ভাঙচুর করে । চেয়ার-টেবিল, টিভি সব লুট করে পালিয়ে যায় ।" একই অভিযোগ করেছেন দলের স্থানীয় তৃণমূল নেতা বিজেন্দ্র বর্মণ । তিনি বলেন, "আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব । নেতৃত্বকে জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে ।"

যদিও BJP-র দাবি, দলীয় কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে । কোনও BJP কর্মী এমন ঘটনা ঘটায়নি ৷

Last Updated : May 23, 2019, 10:25 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details