পশ্চিমবঙ্গ

west bengal

330 জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, গত দুদিনে 330 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছিল। সবগুলোই নেগেটিভ এসেছে। নতুন করে এদিন 78 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

By

Published : May 4, 2020, 9:09 PM IST

Published : May 4, 2020, 9:09 PM IST

swa
সোয়াব

কোচবিহার,4 মে : গত দুদিনে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে পাঠানো 330 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এল। সোমবার সন্ধ‍্যায় কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরে ওই রিপোর্ট এসে পৌঁছায়। পাশাপাশি এদিন নতুন করে আরও 78 জনের সোয়াবের নমুনা শিলিগুড়িতে পাঠানো হচ্ছে পরীক্ষার জন্যে।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, গত দুদিনে 330 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছিল। সবগুলোই নেগেটিভ এসেছে। নতুন করে এদিন 78 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় বর্তমানে 674 জন সরকারি কোয়ারানটিনে রয়েছে। জেলায় 1286 জন হোম কোয়ারানটিনে রয়েছে। কোরোনা হাসপাতালে উপসর্গ নিয়ে ভ‍রতি রয়েছে 8 জন। এদের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সোমবার পর্যন্ত জেলার 1053 জনের নমুনা পরীক্ষা হয়েছে। জেলার 5 টি মহকুমার বাসিন্দাদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য 5 টি ভ্রাম্যমাণ ভ‍্যান চালু করেছে স্বাস্থ্য দপ্তর।

ABOUT THE AUTHOR

...view details