পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাকা রাস্তার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তুফানগঞ্জে - তুফানগঞ্জ

তুফানগঞ্জে পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ ৷ স্থানীয়দের অভিযোগ, বামফ্রন্টের রাজত্বকালেও এই রাস্তা হয়নি ৷ তৃণমূল ক্ষমতায় আসার পর স্থানীয় প্রসাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, রাস্তা হবে ৷ কিন্তু, আজও হয়নি ৷ এর প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করা হয় ৷

showing demonstration by burning tyres in Tufanganj
পাকা রাস্তার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তুফানগঞ্জে

By

Published : Jun 22, 2020, 3:50 PM IST

কোচবিহার, 22 জুন : পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের । সোমবার তুফানগঞ্জ মহকুমার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দধিয়ালের 216 নম্বর বুথ এলাকার ঘটনা । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ আসে । পুলিশের তরফে বিক্ষোভকারীদের বোঝানো হয় । তবে নিজেদের অবস্থানে অনড় বিক্ষোভকারীরা ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাককাটি গাছ পঞ্চায়েত জোড়া দোকান থেকে বিভিন্ন গ্রামে যাওয়ার একটিই মাত্র রাস্তা । এই রাস্তার প্রায় সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত বেহাল দশায় রয়েছে । অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে কাদাময় হয়ে যায় । সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয় ।

গ্রামবাসীর আরও অভিযোগ, রাস্তা পাকা করার বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হয় । স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকেও জানানো হয়েছিল । তারপরও কোনও সুরাহা হয়নি ।

গ্রামবাসীর কথায়, বামেরা 34 বছর শাসন করার সময়ে এই রাস্তা পাকা করা হয়নি । তারপর তৃণমূল সরকার আসার পর, এখনও পর্যন্ত এই রাস্তা পাকা করা হয়নি । এই রাস্তা পাকা করার জন্য পঞ্চায়েত প্রধান, BDO সাহেব, SDO, বিধায়কক, জেলা পরিষদের সভাপতিকে জানিয়েও কোনও কাজ হয়নি । জেলা পরিষদের সভাপতি এসে দেখে গেলেও কাজ হয়নি রাস্তার ।

বাধ্য হয়ে স্থানীয়রা পাকা রাস্তার দাবি নিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন । এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "বিক্ষোভের কথাটি এখনও জানি না । তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব ।"

ABOUT THE AUTHOR

...view details