পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar Road Accident: মাঝরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা! প্রাণ গেল এক কিশোরী-সহ চার মহিলার - প্রাণ গেল এক কিশোরী সহ চার মহিলার

নামসংকীর্তনের আসর থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) প্রাণ কাড়ল চারজনের ৷ গুরুতর জখম আরও দুই ৷

Cooch Behar Road Accident
ফাইল ছবি

By

Published : Mar 6, 2023, 9:03 AM IST

কোচবিহার, 6 মার্চ: কোচবিহারের মাথাভাঙা-জামালদহ রাজ্য সড়কের পালপাড়া সংলগ্ন এলাকায় মাঝরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। আর তাতে প্রাণ গেল এক 4 মহিলার ৷ মৃতদের মধ্যে এক কিশোরীও আছে বলে পুলিশ জানিয়েেছে । সেই সঙ্গে গুরুতর জখম দুই বালক (Several Died in a Road Accident)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুর্ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়েছে। আহতদের জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর বাকি তিনজন মহিলার মৃত্যু হয়। মৃত ও আহত প্রত্যেকের বাড়ি মাথাভাঙা 1 নম্নর ব্লকের ভোগরামগুড়ি গ্রামের ধরণীরবাড়ি এলাকায়।

আহতদের উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে মাথাভাঙা ও মেখলিগঞ্জ থানার পুলিশ পৌঁছয়। জানা গিয়েছে, ভোগরামগুড়ির সরকারের বাড়িতে নামসংকীর্তনের আসর থেকে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা। আর মাত্র এক কিলোমিটার এগোলেই সকলেই বাড়ি ফিরতে পারতেন। কিন্তু রাস্তাতেই পিছনদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক টোটোর পিছনে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে টোটোটি উলটে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। গাড়িটিও মূল রাস্তা থেকে সরে গিয়ে নীচে নেমে পড়ে। ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:পণ্যবোঝাই ট্রাকের পিছনে বাসের ধাক্কা, কমপক্ষে আটজনের মৃত্যু

উল্লেখ্য, গতকাল সকালে ইএম বাইপাসের মেট্রোপলিটনের কাছে এক পথ দুর্ঘটনা ঘটে। নিউটাউন থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় বেপরোয়া গতিতে চলা এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ি সজোরে ধাক্কা মারলে কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। দুমড়েমুচড়ে যায় গাড়ির সামনের অংশ এবং বিকট আওয়াজ হয় ৷ পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ও এক মহিলা–সহ তিনজন ছিলেন। চালক সামান্য আহত হন। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না সেটা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details