পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar Kolkata Flight: 999 টাকায় কলকাতা-কোচবিহার বিমান ? উড়ান চালুর আগেই শুরু রাজনীতির লড়াই ! - নিশীথ প্রামাণিক

বিমানে কম খরচে যাতায়াত করা যাবে কোচবিহার-কলকাতা রুটে ৷ তার আগেই এই পরিষেবা নিয়ে শুরু হল রাজনৈতিক কাজিয়া (Political Fight over Cooch Behar Kolkata Flight Service) ৷

Political Fight over Cooch Behar Kolkata Flight Service
ফাইল ছবি

By

Published : Feb 3, 2023, 7:50 PM IST

Updated : Feb 3, 2023, 9:15 PM IST

দড়ি টানাটানি

কোচবিহার, 3 ফেব্রুয়ারি: বিমান পরিষেবা চালু হওয়ার আগেই শুরু রাজনৈতিক কাজিয়া ! কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রীর দাবি, এই কৃতিত্ব তাঁদের ! পালটা বিমান পরিষেবা শুরুর যাবতীয় কৃতিত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিলেন তৃণমূল নেতা ! কথা হচ্ছে কোচবিহার বিমানবন্দর থেকে শুরু হতে চলা নয়া পরিষেবা নিয়ে ৷ বিমানবন্দর সূত্রে ঘোষণা করা হয়েছে, আগামী 15 ফেব্রুয়ারি থেকে এই বিমানবন্দরের মাধ্যমে কোচবিহার-কলকাতা রুটে বিমান চলাচল শুরু হবে ৷ সবথেকে বড় কথা হল, এই পরিষেবার জন্য প্রত্যেক যাত্রীকে খরচ করতে হবে মাত্র 999 টাকা !

শুক্রবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শনে আসেন স্থানীয় সাংসদ তথা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ তিনি দাবি করেন, "কেন্দ্রীয় সরকার এই পরিষেবা শুরু করছে ৷ খুব কম টাকা মানুষ যাতে বিমানে উঠতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা ৷ অন্তত প্রথম কয়েকমাস 999 টাকাতেই এই রুটে উড়ান পরিষেবা পাবেন যাত্রীরা ৷" কিন্তু, পরবর্তীতে টিকিটের দাম বাড়তে পারে বলেও জানিয়েছেন নিশীথ ৷

আরও পড়ুন:শীতলকুচিতে ভোট বয়কটের হুঁশিয়ারি ‘দিদির দূত’ উদয়নকে

বিমানবন্দর সূত্রে আরও জানা গিয়েছে, আগামী 15 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল 10টা 10 মিনিটে কলকাতা থেকে শুরু হবে বিমানের উড়ান ৷ সেই বিমান কোচবিহারে পৌঁছবে দুপুর 12টা 10 মিনিটে ৷ এরপর দুপুর 12টা 30 মিনিটে কোচবিহার ছাড়বে বিমান ৷ কলকাতা অর্থাৎ দমদম বিমানবন্দরে পৌঁছবে দুপুর 2টো 25 মিনিটে ৷ ভুবনেশ্বর-জামশেদপুর-কলকাতা-কোচবিহার রুটে এই বিমান যাতায়াত করবে ৷

এদিকে, এদিন নিশীথ প্রামাণিক কোচবিহার বিমানবন্দরে আসায় এ নিয়ে ক্ষোভ উগরে দেন রবীন্দ্রনাথ ঘোষ (Political Fight over Cooch Behar Kolkata Flight Service) ৷ তাঁর বক্তব্য হল, এই বিমানবন্দর থেকে যে উড়ান পরিষেবা চালু হতে চলেছে, তা তো আগেই ঘোষণা করা হয়েছিল ৷ রবীন্দ্রনাথের দাবি, কোচবিহার-কলকাতা রুটে বিমান পরিষেবা চালু করার পিছনে মূল কাণ্ডারী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে, নিশীথ প্রামাণিক "একটিমাত্র বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রুটও এনজেপি থেকে কোচবিহার পর্যন্ত সম্প্রসারিত করতে পারেননি ৷ এবারের বাজেটেও কলকাতা-কোচবিহার রুটে নতুন কোনও ট্রেন শুরু করা হয়নি ৷" রবীন্দ্রনাথের স্পষ্ট বার্তা, রাজ্য সরকারের প্রচেষ্টা ও কাজের ফসল ঘরে তোলার চেষ্টা করছেন নিশীথ প্রামাণিক !

Last Updated : Feb 3, 2023, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details