পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দ্বিতীয় ডোজের ভ্যাকসিনেশনের টোকেন না পেয়ে বিক্ষোভ কোচবিহারে - corona

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টোকেন না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রাপকরা ৷ কোচবিহার পুলিশ লাইন হাসপাতালে প্রথম ডোজ নেওয়া লোকজন এই অবরোধ করেন ৷ তাঁদের অভিযোগ, ফোনে দ্বিতীয় ডোজের মেসেজ এসেছে ৷ কিন্তু, ভ্যাকসিন নিতে গিয়ে, তাঁরা দেখেন টোকেন দেওয়া বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

people showing agitation in coochbehar for not getting token for second dose vaccination
দ্বিতীয় ডোজের ভ্যাকসিনেশনের টোকেন না পেয়ে বিক্ষোভ কোচবিহারে

By

Published : Jun 30, 2021, 4:02 PM IST

কোচবিহার, 30 জুন : করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টোকেন না পাওয়ায় পথ আটকে বিক্ষোভ কোচবিহার শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলে ৷ কোচবিহার পুলিশ লাইন হাসপাতালে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ কিন্তু, তার জন্য নাম লিখিয়ে টোকেন নিতে হচ্ছে ওই স্কুল থেকে ৷ অভিযোগ ভ্যাকসিন প্রাপকদের মোবাইল ফোনে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য মেসেজ যায় ৷ কিন্তু, ওই স্কুলে ভ্যাকসিনের জন্য টোকেন দেওয়া বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রাপকরা ৷

কোচবিহার পুলিশ লাইন হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ কিন্তু, তার জন্য টোকেন দেওয়া হচ্ছে কোচবিহার শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে ৷ সেখান থেকে যাঁরা প্রথম ডোজ নিয়েছেন তাঁদের মোবাইলে এবার দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার জন্য মেসেজ এসেছে ৷ সেই মতো আজ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে ভ্যাকসিনের টোকেন নিতে যান তাঁরা ৷ কিন্তু, সেখানে গিয়ে প্রাপকরা দেখেন টোকেন দেওয়া বন্ধ রয়েছে ৷ সেখানে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ৷ সেখানে লেখা ছিল, 29 জুন থেকে টোকেন দেওয়া হবে না ৷ কিন্তু, কেন টোকেন দেওয়া হবে না ? সেই কারণ সেখানে উল্লেখ করা হয়নি ৷ এমনকি কবে থেকে ফের তাঁরা ভ্যাকসিনের জন্য টোকেন পাবেন তাও জানানো হয়নি ৷

আরও পড়ুন : করোনার ভ্যাকসিন না পেয়ে শিলিগুড়িতে একাধিক জায়গায় বিক্ষোভ-পথ অবরোধ

বিজ্ঞপ্তি নজরে আসতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ভ্যাকিসনের টোকেন নিতে আসা লোকজন ৷ তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেই দায় ঝেড়ে ফেলতে পারে না ৷ তাঁদের যুক্তি, যেহেতু ওই হাসপাতাল থেকে তাঁরা প্রথম ডোজ নিয়েছেন, তাই সেখানেই তাঁদের দ্বিতীয় ডোজ দিতে হবে ৷ আর যেহেতু তাঁদের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হয়ে গিয়েছে ৷ তাই সময়ের মধ্যে তাঁদের ভ্যাকসিন দেওয়ানোর ব্যবস্থা করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে ৷ সেই দাবিতেই এদিন স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ৷

ABOUT THE AUTHOR

...view details