কোচবিহার, 28 জুন: দিনহাটার গিতালদহের জারিধরলা গ্রামে গুলিতে মৃত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী । বুধবার সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । তিনি বলেন, "সে চোরাচালানের সঙ্গে যুক্ত । ভারতের পাশাপাশি বাংলাদেশের সরকারি পরিচয়পত্র আছে তাঁর । তৃণমূলের মদতে তারা নাশকতামূলক কাজকর্ম চালায় । আর সেই আন্তর্জাতিক অপরাধীকে তৃণমূল কর্মী বলে দাবি করছে ।"
বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন নিশীথ ৷ সেখানেই তিনি দাবি করেন, গতকাল যে মারা গিয়েছেন ভারতীয় আধার কার্ড অনুযায়ী তাঁর নাম বাবু রহমান এবং বাংলাদেশের ভোটার কার্ড অনুযায়ী তার নাম মহম্মদ আব্দুর রহমান । তাঁর বাবা ও স্ত্রী বাংলাদেশের নাগরিক । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "সে একজন আন্তর্জাতিক অপরাধী । সে একাধিকবার রাজ্য পুলিশ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে । তৃণমূল কংগ্রেস এমন একজন অপরাধীকে কর্মী বলছে । তৃণমূলের কর্মীরা কাকে কী বলতে পারে সেটা সারা বাংলার মানুষ জানে । কিন্তু কোচবিহারের পুলিশ সুপার এমন একজন আন্তর্জাতিক অপরাধীর মৃত্যুর ঘটনাকে যদি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে, তাহলে পুলিশ সুপারকে ছেড়ে কথা বলা হবে না ।"