পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nisith Pramanik : প্রয়াত বিজেপি নেতার পরিবারকে সহযোগিতার আশ্বাস নিশীথের - tmc

দিনহাটার প্রয়াত বিজেপি নেতা অমিত সরকারের পরিবারে পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের ৷ মন্ত্রী গতকাল নেতার বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর হাতে শহীদ সম্মান যাত্রার মানপত্র তুলে দেন। এছাড়াও ভবিষ্যতে সমস্তরকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি ৷

Nisith Pramanik
সহযোগিতার আশ্বাস নিশীথের

By

Published : Aug 22, 2021, 8:56 AM IST

কোচবিহার, 22 অগস্ট : বিজেপির দিনহাটা শহর মণ্ডলের প্রাক্তন সভাপতি অমিত সরকারের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। গতকাল দিনহাটা শহরের প্রয়াত ওই নেতার বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী । সঙ্গে ছিলেন বিজেপির দুই বিধায়ক, মালতি রাভা ও নিখিল রঞ্জন দে ।

প্রয়াত অমিত সরকারের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে শহিদ সম্মান যাত্রার মানপত্র তুলে দেন তিনি । এরপর নিশীথ প্রামাণিক বলেন, "পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই । তাই বিজেপি নেতা অমিত সরকারকে খুন করা হয়েছে । এই পরিবারের পাশে আমরা আগেও ছিলাম । আগামীতেও আমাদের তরফ থেকে সবধরনের সহযোগিতা করা হবে ।" বিজেপি নেতার বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দিনহাটার মাষানপাট মন্দিরে ও কামতেশ্বরী মন্দিরে পুজো দেন । পুজো শেষে তিনি বলেন, "আগামী কয়েকদিন ধরেই বিজেপির এই শহিদ সম্মান যাত্রা চলবে।"

আরও পড়ুন : Nisith Pramanik : রাজ্য সরকার বাধা দিলেও প্রত্যেক শহিদকে সম্মান জানাব, ঘোষণা নিশীথের

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে দিনহাটা শহরের পশু হাসপাতালের বারান্দা থেকে বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সেই সময় বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছিল । সেই মামলা এখনও বিচারাধীন ।

ABOUT THE AUTHOR

...view details