কোচবিহার, 2 এপ্রিল: আবারও নিরপরাধ নাগরিককে খুনের অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে ৷ এবারের ঘটনাস্থল কোচবিহারের শীতলকুচি থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গিদালদহ মরিচা গ্রাম ৷ নিহত ব্যক্তির নাম জলাল মিঞা ৷ তিনি পেশায় একজন কৃষক ছিলেন ৷ জলাল বাড়ি থেকে বেরিয়েছিলেন শনিবার সন্ধ্যায় ৷ তারপর আর বাড়ি ফেরেননি ৷ রবিবার সকালে মাথাভাঙা মহকুমা হাসপাতালে তাঁর নিথর দেহের সন্ধান পান পরিবারের সদস্যরা ৷ তাঁদের দাবি, সেই সময় জলালের শরীরে পরানো ছিল বিএসএফের পোশাক ! যা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ পরিবারের সদস্যরা বলছেন, বিএসএফ জওয়ানরাই জলালকে খুন করেছেন ! প্রশ্ন হল, সেটাই যদি হয়ে থাকে, তাহলে বিএসএফ জওয়ানরা কেন তাঁকে নিজেদের পোশাক পরাবেন ! এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিএসএফ কর্তৃপক্ষ ৷ তদন্ত শুরু করেছে জেলা পুলিশ ৷
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিহত কৃষকের আত্মীয় সইদুল জানান, শনিবার সন্ধে থেকেই আকাশের অবস্থা ভালো ছিল না ৷ যেকোনও সময় ঝাঁপিয়ে বৃষ্টি নামতে পারত ৷ এদিকে জলালের জমিতে তামাক কাটা হয়ে পড়ে ছিল ৷ বৃষ্টিতে ভিজে গেলে সেই ফসল নষ্ট হয়ে যেত ৷ তাই তিনি তড়িঘড়ি মাঠে যান ৷ উদ্দেশ্য ছিল, বৃষ্টি আসার আগেই ফসল ভালো করে ঢেকে রেখে বাড়িতে ফিরে আসা ৷ কিন্তু, সন্ধে গড়িয়ে রাত, রাত কেটে ভোর হয়ে গেলেও আর বাড়ি ফেরেননি জলাল ! পরিবারের তরফে স্থানীয় শীতলকুচি থানায় এই ঘটনার কথা জানানো হয় ৷