পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Manoj Tigga: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উস্কানিতেই নিশীথের কনভয়ে হামলা হয়েছে ! দাবি মনোজের - মনোজ টিগ্গা

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার (Attack on Nisith Pramanik Convoy) জন্য সরাসরি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha) কাঠগড়ায় তুললেন মাদারিহাটের বিধায়ক তথা বিজেপি নেতা মনোজ টিগ্গা (Manoj Tigga) ৷ কী বললেন তিনি ?

Manoj Tigga says Udayan Guha is responsible for Attack on Nisith Pramanik Convoy
Manoj Tigga: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উস্কানিতেই নিশীথের কনভয়ে হামলা হয়েছে ! দাবি মনোজের

By

Published : Nov 3, 2022, 8:28 PM IST

জলপাইগুড়ি, 3 নভেম্বর:স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার (Attack on Nisith Pramanik Convoy) জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেই (Udayan Guha) দায়ী করলেন মাদারিহাটের বিধায়ক তথা বিজেপি নেতা মনোজ টিগ্গা (Manoj Tigga) ৷ তাঁর অভিযোগ, উদয়ন গুহর উস্কানিমূলক মন্তব্য়ের জন্যই নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানো হয়েছে ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার কোচবিহারের দিনহাটায় হামলার মুখে পড়ে নিশীথ প্রামাণিকের কনভয় ৷ এদিকে, দিন কয়েক আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের দাড়ি ও চুল উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ মনোজ টিগ্গার বক্তব্য, এর থেকেই স্পষ্ট, রাজ্যের শাসকদলের নেতা ও মন্ত্রীরা পরিকল্পিতভাবে বিজেপি-এর নেতা, কর্মী, মন্ত্রী, বিধায়ক, সাংসদদের উপর হামলা চালানোর জন্য উস্কানি দিচ্ছেন ৷ তবে, এইভাবে যে বিজেপি-কে রোখা যাবে না, তাও বলতে ভোলেননি মনোজ ৷ তাঁর কথায়, বিজেপি-কে যত শাসকদল দমন করার চেষ্টা করবে, ততই বিজেপি-এর সংগঠন মজবুত হবে ৷

আরও পড়ুন:বিজেপি কর্মীর বাড়ি যাওয়ার পথে নিশীথের কনভয়ে হামলা

মনোজের আরও অভিযোগ, শুধুমাত্র নিশীথ প্রামাণিক নন, এখনও পর্যন্ত বিজেপি-এর বহু নেতাই আক্রমণের শিকার হয়েছেন ৷ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, নিশানায় থেকেছেন অনেকেই ৷ এমনকী, শুভেন্দু অধিকারীর কনভয়ে একাধিকবার অঘটন ঘটেছে ৷ মনোজের অভিযোগ, এই বিষয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয় না ৷ কারণ, তারা হামলাকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না ৷ বিধায়কের বক্তব্য, পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই ৷ তাই এখানে এই ধরনের ঘটনা বারবার ঘটে ৷ অথচ, অপরাধীরা কোনও সাজা পায় না ৷

প্রসঙ্গত, এদিন দলীয় কাজে জলপাইগুড়ি এসেছিলেন মনোজ টিগ্গা ৷ শহরের বিজেপি-এর কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ তখনই তাঁকে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে প্রশ্ন করা হয় ৷ জবাবে রাজ্য সরকার, প্রশাসন ও শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি বিধায়ক ৷

ABOUT THE AUTHOR

...view details