পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণ সামগ্রী লুট করেছেন প্রধান, অভিযোগে অবরোধ মেখলিগঞ্জে - flood

ত্রাণ পাননি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি এলাকার বাসিন্দাদের একাংশ ৷ কিছু ত্রাণ সামগ্রী গ্রামপঞ্চায়েত অফিসে এলেও তা ক্ষতিগ্রস্তদের না দিয়ে প্রধান লুট করেছেন বলে অভিযোগ ৷ এরপরই গ্রামপঞ্চায়েত দপ্তর ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা ।

ত্রাণ সামগ্রী লুট করেছেন প্রধান, অভিযোগে অবরোধ মেখলিগঞ্জে

By

Published : Jul 16, 2019, 4:23 AM IST

কোচবিহার, 16 জুলাই : শনিবার রাতে প্রবল ঝড়-বৃষ্টিতে ভেঙেছে একাধিক বাড়ি । আশ্রয়হীন কয়েকশো পরিবার । কিন্তু, ত্রাণ পাননি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি এলাকার বাসিন্দাদের একাংশ ৷ কিছু ত্রাণ সামগ্রী গ্রামপঞ্চায়েত অফিসে এলেও তা ক্ষতিগ্রস্তদের না দিয়ে প্রধান লুট করেছেন বলে অভিযোগ ৷ এরপরই গ্রামপঞ্চায়েত দপ্তর ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা । ত্রাণের দাবিতে পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভের পর জালিয়াটারি মোড় এলাকায় ময়নাগুড়ি-মেখলিগঞ্জ সড়ক অবরোধ করা হয় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে মেখলিগঞ্জ থানার পুলিশ এলে তাদেরকেও বিক্ষোভের মুখে পড়তে হয় ।

শনিবার রাতে বিধ্বংসী ঝড়ে ভোটবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে । প্রায় তিনশো বাড়ি ভেঙে গেছে । আশ্রয়হীন একাধিক পরিবার । আহত অবস্থায় হাসপাতালে ভরতি বেশ কয়েকজন ৷ সফিয়ার রহমান নামে এক বাসিন্দা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন । স্থানীয়দের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের কোনওরকম সাহায্য করছে না প্রশাসন ৷ কিছু ত্রাণ সামগ্রী স্থানীয় গ্রামপঞ্চায়েত অফিসে এলেও সেগুলো লুট করেছেন প্রধান ৷ এরই প্রতিবাদ জানাতে আন্দোলন শুরু করতে বাধ্য হয়েছেন বলে জানান জয়ন্ত বিশ্বাস, শাহেদ আলি, মতিয়ার রহমানরা ।

যদিও এবিষয়ে ভোটবাড়ি গ্রামপঞ্চায়েত কর্তৃপক্ষ এবং মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, ত্রাণ নিয়ে কয়েকজনের মনে অসন্তোষ তৈরি হয়েছে ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । গ্রাম পঞ্চায়েত প্রধান মৃত্যুঞ্জয় সিংহ সরকার বলেন, "সবরকম চেষ্টা করছি । কিছু ত্রাণ এলেও সেগুলো পর্যাপ্ত নয় ৷ কেউ কেউ ত্রাণ না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ৷"

এই বিষয়ে BDO অফিস জানিয়েছে, ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে ৷ তবে কয়েকজন হয়ত তা পাননি ৷

ABOUT THE AUTHOR

...view details