কোচবিহার, 14 জুন : "মুখ্যমন্ত্রী বলছেন ডাক্তাররা পদবি দেখে বিশেষ সম্প্রদায়ের মানুষের চিকিৎসা করে । এটা মিথ্যে কথা । আমরা তীব্র প্রতিবাদ জানাই ।" আজ কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা এই ভাষাতেই মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানালেন । তাঁদের বক্তব্য, রোগীর কোনও জাত, ধর্ম, দেশ হয় না । তাঁর একটাই পরিচয়, তিনি রোগী । মুখ্যমন্ত্রী আর একটু সহানুভূতিশীল হলে আজ এই পরিস্থিতি তৈরি হত না ।
"মুখ্যমন্ত্রীর সহানুভূতিশীল হওয়া প্রয়োজন ছিল" - doctors protest
NRS ইশুতে সরব কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার থেকে শুরু করে চিকিৎসকরা । প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করলে আগামীদিনেও আন্দোলন চলবে ।
NRS ইশুতে রাজ্যজুড়ে বিক্ষোভে সামিল সরকারি-বেসরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । রাজ্যের অন্যান্য হাসপাতালের মতো গতকাল কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরাও কর্মবিরতি পালন করেন । বহির্বিভাগের পরিষেবা বন্ধ থাকলেও ইমারজেন্সি চালু ছিল । আজ দুপুরে আধ ঘণ্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা দাবি করেন, যারা NRS-এ জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে জেলে ভরা হোক । এটা আগে হলে কেউ অবস্থান করত না । মুখ্যমন্ত্রীর কথায় চিকিৎসকরা ভিতর থেকে ভেঙে পড়েছেন । চিকিৎসকরা সহানুভূতি না পেলে, সহানুভূতি দেখাবে কী করে ?
চিকিৎসক শিখা গাঙ্গুলি বলেন, "পৃথিবীর কাছে পশ্চিমবাংলার মাথা হেঁট হয়ে যাচ্ছে । বাংলার ছেলেরা মেধাবী, শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছেন না । শিক্ষিত হয়েও দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন । চপ শিল্প হচ্ছে । ঢপের চপ শিল্প হচ্ছে । প্রশাসন নেই চাকরি নেই । আমরা শুধু এটুকু বলতে চাই আমাদের মেরুদণ্ড সোজা আছে । পরিস্থিতি সেরকম হলে আমরাও ধর্মঘটের পথে যেতে বাধ্য হব ।"