কোচবিহার, 20 নভেম্বর: গত কয়েকদিন ধরে অজানা জন্তুর আতঙ্কে রয়েছেন মেখলিগঞ্জের বাসিন্দারা (Fear of leopard at Mekhliganj) । রাতের অন্ধকারে পিছন থেকে আক্রমন করেছে তিনজনকে, কামড়ও দিয়েছে । যার জেরে দিনের বেলা বাইরে বের হলেও, রাতের আতঙ্কে বাইরে বের হচ্ছেন না কেউই ।
শনিবার, চিতাবাঘের মতোই জন্তুকে দেখেন এক মহিলা । এতেই ছড়িয়ে পড়ে আরও বেশি আতঙ্ক । এই এলাকায় কয়েকদিন ধরেই অজানা জন্তুর আক্রমণে আক্রান্ত হয়েছেন একাধিক ব্যক্তি ও গৃহপালিত পশুও । এবার, সেই জন্তু বাঘ বলে দাবি স্থানীয়দের । এর ফলে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লক কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার জিগাবাড়ি গ্রামে আতঙ্কে রয়েছে মানুষজন ।
শনিবার দুপুর নাগাদ ওই এলাকায় বাঘ দেখতে পান বলে দাবি করেন স্থানীয় এক মহিলা মায়া ঋষি । তিনি বলেন, "ছাগল চড়াতে আমি বাড়ির পাশেই গিয়েছিলাম । সেখানেই চা বাগানের আড়ালে দেখতে পাই বাঘ । হতবাক হয়ে যাই ।"