পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইদের সকালে ঝড়, লন্ডভন্ড তুফানগঞ্জের একাধিক এলাকা - আমফান

দুদিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় । আর আজ সকালে হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয় তুফানগঞ্জের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের দীপরপাড় এলাকায় ।

কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড তুফানগঞ্জের দিপরপাড় এলাকা
কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড তুফানগঞ্জের দিপরপাড় এলাকা

By

Published : May 25, 2020, 4:55 PM IST

কোচবিহার, 25 মে: ইদের সকালে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড কোচবিহারের তুফানগঞ্জের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের দীপরপাড় এলাকা । কিছুক্ষণের ঝড়ে একাধিক বড় বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় । উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি । কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় । গত

দুদিন ধরে ব্যাপক বৃষ্টি শুরু চলছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় । আর আজ সকালে হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয় । কয়েক মিনিটের ঝড়ে একাধিক গাছ উপড়ে পড়ে । বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় তুফানগঞ্জের নাককাটি গ্রাম পঞ্চায়েত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে । কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ।

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড

পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর জেলা প্রশাসন । বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । স্থানীয় বাসিন্দারা গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন । তুফানগঞ্জের মহকুমাশাসক অরবিন্দ ঘোষ বলেন, "ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details