পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁটাতার কেটে গোরু পাচারের চেষ্টা, BSF-এর গুলিতে জখম বাংলাদেশি

মাথাভাঙায় BSF এর হাতে আটক এক গোরু পাচারকারী । এলাকায় গোরু পাচার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন । এলাকার বাসিন্দাদের অভিযোগ সারা রাত ধরে পাচার হয় গোরু ।

মনুল ইসলাম

By

Published : Jun 30, 2019, 5:05 PM IST

মাথাভাঙা, ৩০ জুন : মাথাভাঙায় ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে জখম এক বাংলাদেশি গোরু পাচারকারী । নাম মনুল ইসলাম । আজ ভোরবেলায় গোরু পাচারের জন্য মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার কাটছিল মনুল । তা দেখতে পান এক BSF জওয়ান । বারবার সাবধান করেন । মনুল শোনেনি । বাধ্য হয়ে পা লক্ষ্য করে গুলি চালান ।

জখম মনুলকে চিকিৎসার জন্য প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । পরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় । মনুলের বাড়ি বাংলাদেশের লালমনিরহাটের বাগেরবাড়ি গ্রামে ।

BSF-এর ১৪০ নম্বর ব্যাটেলিয়ানের বারঘড়িয়া BOP-র অধীনে শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকা । এই এলাকায় একের পর এক গোরু পাচারের ঘটনা সামনে আসায় উদ্বিগ্ন প্রশাসন । সীমান্তে চোরাচালান রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ কড়া হলেও পাচার কমেনি।

শিকারপুরের বাসিন্দাদের অভিযোগ, "সীমান্তে কাঁটাতার কেটে সারা রাত ধরে গোরু পাচার হয় । সেই সময় কেউ বাইরে থাকলে পাচারকারীদের হাতে আক্রান্ত হতে হয়, প্রাণনাশের আশঙ্কাও থাকে । আতঙ্কে রাতে কেউ বাড়ি থেকে বের হন না । দিনের আলো নিভে গেলেই পাচারকারীদের আনাগোনা বাড়ে । আমরা আতঙ্কে থাকি ।"

ABOUT THE AUTHOR

...view details