পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar TMC: পঞ্চায়েতের টিকিট দিতে সমীক্ষা করবে কোচবিহার জেলা তৃণমূল - পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাই

আগামী বছরের শুরুতে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সম্ভাবনা (WB Panchayat Election) ৷ এবারের নির্বাচনে প্রার্থী বাছাই করতে সমীক্ষার কাজ শুরু করছে তৃণমূল কংগ্রেস (Cooch Behar TMC to do survey to select candidates in Panchayat Election) ৷

Cooch Behar TMC on panchayat poll
ETV BHarat

By

Published : Sep 6, 2022, 7:05 PM IST

কোচবিহার, 6 সেপ্টেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে প্রার্থীদের টিকিট দিতে সমীক্ষা করবে তৃণমূল কংগ্রেস (Cooch Behar TMC)। গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে গত কয়েক বছরে নানা অভিযোগ উঠেছে শাসকদলের অন্দরেও । অভিযোগের তালিকায় রয়েছে, কাজ না-করা, টাকার বিনিময় কাজ করা, ও দুর্নীতির মতো বিষয় ৷ বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চারও হয়েছে সাধারণ মানুষের মনে ৷ এই বিষয়ে অবগত শাসকদলের নেতারাও ৷

ইতিমধ্যে দলের পঞ্চায়েত সদস্যদের একাংশকে হুঁশিয়ারিও দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । তাই এবার পঞ্চায়েত ভোটে স্বচ্ছ ও ভালো প্রার্থী তুলে আনতে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল । একথা মাথায় রেখেই প্রার্থী বাছতে এবার গ্রামে গ্রামে সমীক্ষা করবে শাসকদল । পঞ্চায়েত সমিতি ভিত্তিক এই সমীক্ষা হবে । পাশাপাশি, এলাকায় জনপ্রতিনিধিরা কে কেমন কাজ করেছেন সেই বিষয়টিও মাথায় রাখা হবে (Cooch Behar TMC to do survey to select candidates in Panchayat Election) ৷

তৃণমূল সূত্রে খবর, আগামী তিন মাসের মধ্যে এই সমীক্ষা শেষ করে কোচবিহার জেলা তৃণমূলের তরফে রাজ্যের কাছে রিপোর্ট পাঠান হবে । তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যান এই সমীক্ষা করে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠাবেন । কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই বিষয়ে জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী তুলে আনতে রাজ্য নেতৃত্বের তরফে বলা হয়েছে । তাই এই সমীক্ষা (TMC survey to select candidates in Panchayat Poll) ।

আরও পড়ুন: নীশীথের গড়ে শক্তি বাড়াল তৃণমূল, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 50 কর্মীর

কোচবিহার জেলার 12টি ব্লকে 12টি পঞ্চায়েত সমিতি ও 128টি গ্রাম পঞ্চায়েত রয়েছে । বছর ঘুরলেই পঞ্চায়েতের ত্রিস্তর নির্বাচন (WB Panchayat Election)। ইতিমধ্যে প্রার্থী কে হবেন, তা নিয়ে নেতাদের বাড়িতে দৌড়ঝাঁপ শুরু করেছেন নীচুতলার কর্মীরা । কিন্তু নানা অভিযোগের প্রেক্ষিতে এবার পঞ্চায়েতের টিকিট দেওয়া নিয়ে যথেষ্ট সতর্ক শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ হবে চূড়ান্ত ঝাড়াই-বাছাই ৷

আরও পড়ুন: শহিদ দিবসের পাল্টা ইনসাফ সভা, আনিশ কাণ্ডে ধর্মতলামুখী এসএফআই-ডিওয়াইএফআই

জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতি ভিত্তিক একটি বৈঠকও করা হবে । সেখানে পঞ্চায়েত সমিতির সদস্যরা ছাড়াও এলাকার বিধায়করা উপস্থিত থাকবেন । তার সঙ্গে স্থানীয় ব্লক নেতাদেরও ডাকা হবে বৈঠকে । জেলা তৃণমূল সভাপতি এবং চেয়ারম্যান প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি এলাকা নিয়ে বৈঠক করবেন ৷ কারা প্রার্থী হতে পারেন, বর্তমান পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যরা কেমন কাজ করেছেন তা নিয়ে আলোচনা করা হবে বৈঠকে । ইতিমধ্যে জেলা থেকে ব্লক সভাপতিদের সেই সংক্রান্ত ফর্মও দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details