কোচবিহার, 6 সেপ্টেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে প্রার্থীদের টিকিট দিতে সমীক্ষা করবে তৃণমূল কংগ্রেস (Cooch Behar TMC)। গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে গত কয়েক বছরে নানা অভিযোগ উঠেছে শাসকদলের অন্দরেও । অভিযোগের তালিকায় রয়েছে, কাজ না-করা, টাকার বিনিময় কাজ করা, ও দুর্নীতির মতো বিষয় ৷ বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চারও হয়েছে সাধারণ মানুষের মনে ৷ এই বিষয়ে অবগত শাসকদলের নেতারাও ৷
ইতিমধ্যে দলের পঞ্চায়েত সদস্যদের একাংশকে হুঁশিয়ারিও দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । তাই এবার পঞ্চায়েত ভোটে স্বচ্ছ ও ভালো প্রার্থী তুলে আনতে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল । একথা মাথায় রেখেই প্রার্থী বাছতে এবার গ্রামে গ্রামে সমীক্ষা করবে শাসকদল । পঞ্চায়েত সমিতি ভিত্তিক এই সমীক্ষা হবে । পাশাপাশি, এলাকায় জনপ্রতিনিধিরা কে কেমন কাজ করেছেন সেই বিষয়টিও মাথায় রাখা হবে (Cooch Behar TMC to do survey to select candidates in Panchayat Election) ৷
তৃণমূল সূত্রে খবর, আগামী তিন মাসের মধ্যে এই সমীক্ষা শেষ করে কোচবিহার জেলা তৃণমূলের তরফে রাজ্যের কাছে রিপোর্ট পাঠান হবে । তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যান এই সমীক্ষা করে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠাবেন । কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই বিষয়ে জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী তুলে আনতে রাজ্য নেতৃত্বের তরফে বলা হয়েছে । তাই এই সমীক্ষা (TMC survey to select candidates in Panchayat Poll) ।