পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মন্ত্রীর ফেসবুকে কমেন্টের জের, পুলিশি হেফাজতে বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ - পুলিশি হেফাজতে বিজেপি সমর্থককে মারধর

মন্ত্রী বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিরোধীতামূলক মন্তব্য করার জেরে পুলিশের হাতে বেধড়ক মার । তাও আবার থানার ভিতরে । প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে ।

পুলিশি হেফাজতে বিজেপি সমর্থককে মারধর
ছবি

By

Published : Jun 13, 2021, 10:59 PM IST

কোচবিহার, 13 জুন : মেখলিগঞ্জের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর ফেসবুক পেজে একটি পোস্টে কমেন্ট করেন এক বিজেপি সমর্থক । এরপরই মেখলিগঞ্জ থানায় দায়ের হয় অভিযোগ । তড়িঘড়ি পুলিশ যুবককে থানায় তুলে নিয়ে আসে । অভিযোগ, যুবককে আটক করার পর শুরু হয় মারধর । রেহাই পেতে যুবক বলতে বাধ্য হন "আর জীবনে বিজেপি করব না..."

যুবকের নাম ভিক্টর রায় লস্কর । বাড়ি মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গি এলাকায় । যুবক থানা থেকে বেরোনোর পর তাঁর শরীরে একাধিক জায়গায় মারধরের চিহ্ন দেখা যায় ।

প্রশ্ন উঠছে, পুলিশ কী এভাবে মারধর করতে পারে ? মন্ত্রী বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিরোধীতামূলক মন্তব্য করার জেরে পুলিশের হাতে বেধড়ক মার । তাও আবার থানার ভিতরে । প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে । ঘটনায় সরব হয়েছেন জেলা বিজেপির নেতৃত্ব ।

এই বিষয়ে মেখলিগঞ্জ দক্ষিণ বিজেপির মণ্ডল কমিটির সভাপতি দধিরাম রায় বলেন, "আমাদের বিজেপি কর্মী ফেসবুকে মন্তব্য করেছে । তার জন্য পুলিশ যেভাবে তাঁকে থানায় তুলে এনে মারধর করেছে, তা মেনে নেব না । পুলিশ দলদাসে পরিণত হয়েছে ।"

পুলিশি হেফাজতে বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ

এই বিষয় মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী জানান, "বিষয়টি এখনও দেখিনি । জানিও না । তাই কিছু বলতে পারব না ।

যদিও তৃনমূল সূত্রে খবর, মন্ত্রীর ফেসবুক পোস্টে যে মন্তব্য করেছেন ওই যুবক সেখানে তাঁর ভাষার প্রয়োগ নিয়ে সরব হয়েছে স্থানীয় তৃণমূল । সেই মত অভিযোগ দায়ের হয় থানায় ।

এদিকে মারধরের ঘটনায় মেখলিগঞ্জ থানার ওসি ভাস্কর রায় ও সিআই পূরণ রাইয়ের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর মেলেনি ।

ABOUT THE AUTHOR

...view details