কোচবিহার, 13 জুন : মেখলিগঞ্জের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর ফেসবুক পেজে একটি পোস্টে কমেন্ট করেন এক বিজেপি সমর্থক । এরপরই মেখলিগঞ্জ থানায় দায়ের হয় অভিযোগ । তড়িঘড়ি পুলিশ যুবককে থানায় তুলে নিয়ে আসে । অভিযোগ, যুবককে আটক করার পর শুরু হয় মারধর । রেহাই পেতে যুবক বলতে বাধ্য হন "আর জীবনে বিজেপি করব না..."
যুবকের নাম ভিক্টর রায় লস্কর । বাড়ি মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গি এলাকায় । যুবক থানা থেকে বেরোনোর পর তাঁর শরীরে একাধিক জায়গায় মারধরের চিহ্ন দেখা যায় ।
প্রশ্ন উঠছে, পুলিশ কী এভাবে মারধর করতে পারে ? মন্ত্রী বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিরোধীতামূলক মন্তব্য করার জেরে পুলিশের হাতে বেধড়ক মার । তাও আবার থানার ভিতরে । প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে । ঘটনায় সরব হয়েছেন জেলা বিজেপির নেতৃত্ব ।