শীতলকুচি (কোচবিহার), 4 জুলাই :বিজেপির (BJP) বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলে কোচবিহারের শীতলকুচির খলিসামাড়িতে গণঅবস্থান ও বিক্ষোভ করলেন বাসিন্দারা । তাঁদের বক্তব্য, রক্ত দেব, তবুও পশ্চিমবঙ্গ ভাগ হতে দেব না ৷
এ দিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মাথাভাঙা বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতা তথা পরাজিত প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন-সহ অন্যান্য স্থানীয় বাসিন্দারা । এ ছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙা পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন লক্ষপতি প্রামাণিক, উদয়শঙ্কর চক্রবর্তী, বিশ্বজিৎ রায় প্রমুখ ।
আরও পড়ুন:তুষার মেহতা-শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ বিতর্ক, চাপ বাড়াচ্ছে তৃণমূল
গণঅবস্থানে অংশ নিয়ে তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "কোনওমতেই পশ্চিমবঙ্গকে আলাদা করতে দেওয়া হবে না ৷ বিজেপি সাংসদ, বিধায়করা মিলে শান্ত পশ্চিমবঙ্গকে আলাদা করতে চাইছেন । আমাদের গায়ের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোনও মতেই উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে কোনও ভাগ হতে দেব না । একবার বাংলা ভাগ হয়েছে, নতুন করে আবার বাংলাকে ভাগ করতে দেব না ৷"
আরও পড়ুন:সেঞ্চুরি ছুঁইছুঁই জ্বালানির দাম, তৃণমূল-বিজেপির কাদা ছোড়াছুড়ি
দিনকয়েক আগেই সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন ৷ এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয় ৷ বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলে অভিযোগ করে তৃণমূল ৷ এ দিন গণবিক্ষোভ থেকেও এই একই অভিযোগ তোলা হয় বিজেপির বিরুদ্ধে ৷