অভিষেকের সফরের আগে কোচবিহারের হেলিপ্যাড গ্রাউন্ডে মহড়া কোচবিহার, 23 এপ্রিল: 3 দিনের সফরে সোমবার বিকেলে কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিকেল সাড়ে তিনটে নাগাদ হেলিকপ্টারে কোচবিহারে পৌঁছবেন তিনি । পুজো দেবেন মদনমোহন বাড়িতে । তার আগমনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার বিকেল 4টে নাগাদ কোচবিহার এবিএন শীল কলেজের হেলিপ্যাড গ্রাউন্ডে মহড়া হল ।
অভিষেকের এই কর্মসূচি ঘিরে সাজো সাজো রব কোচবিহারে । সাহেবগঞ্জ, গোসানিমারি ও শীতলকুচিতে সভামঞ্চের কাজ চলছে জোরকদমে । সাহেবগঞ্জে ফুটবল খেলার মাঠে সভার প্রস্তুতি খতিয়ে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।
তিনি বলেন, প্রস্তুতি শেষ পর্যায়ে । এই কর্মসূচি দিনহাটা থেকে শুরু হচ্ছে । কর্মীরা উজ্জীবিত ও উচ্ছ্বসিত । পঞ্চায়েত ভোটের আগে আগামী 24 এপ্রিল কোচবিহারে আসছেন ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । 26 এপ্রিল পর্যন্ত তিনি কোচবিহারে থাকবেন । তিন দিন ধরে জেলার বিভিন্ন জায়গায় তিনি একাধিক জনসভা ও দলীয় নানা কর্মসূচি করবেন বলে জানিয়েছেন উদয়ন গুহ ।
কী কী কর্মসূচি রয়েছে অভিষেকের ?
24 এপ্রিল দিনহাটার বামনহাট, 25 এপ্রিল মাথাভাঙ্গা কলেজ হল মাঠ ও 26 তারিখ তুফানগঞ্জের এসএস-এর মাঠে তাঁবুতে রাত কাটাবেন তিনি । পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী নির্বাচনে 25 এপ্রিল বিকেল পাঁচটায় মাথাভাঙ্গা কলেজ ময়দানে বিশেষ সভা ও কর্মসূচি করবেন অভিষেক । সেখানে মাথাভাঙ্গা, দিনহাটা, শীতলকুচি, সিতাই ও মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের 75টি অঞ্চলের সভাপতি, চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান, এই 5টি বিধানসভা কেন্দ্রে দলের 1365 জন বুথ সভাপতি, প্রতিটি অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্যরা ভোটার হিসেবে থাকতে পারেন ।
একইভাবে 26 এপ্রিল তুফানগঞ্জ শহরের এসএসএ মাঠে কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি ও তুফানগঞ্জ বিধানসভার দলীয় প্রতিনিধিরা থাকবেন ভোটার হিসাবে । প্রার্থী নির্বাচনে সেখানে ভোটাভুটির ব্যবস্থা থাকবে ।
এছাড়া 25 এপ্রিল সকালে মাধাইখাল কালিমেলায় পুজো দিয়ে দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠে সভা করবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় । এরপর দুপুরে গোসানিমারি ও বিকেলে শীতলকুচিতে সভা করবেন তিনি । পরদিন কোচবিহার -2 ব্লকের কাকরিবাড়ি ও তুফানগঞ্জের চিলাখানায় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।
আরও পড়ুন:56 দিনের নব জোয়ারে অভিষেক, সূচি প্রকাশ দলের