শীতলকুচি (কোচবিহার), 25 এপ্রিল: গোসাইমারিতে ব্যালট বাক্স লুঠের ঘটনায় কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ শীতলকুচির সভামঞ্চ থেকে ব্যালট বাক্স ভাঙা ও পেপার ছেড়ার ঘটনায় দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘নিজেদের বেশি চালাক ভাববেন না ৷ পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷’’ ভোট বাক্স লুঠ করে কেউ নিজেদের পছন্দের প্রার্থী আদায় করতে পারবে না বলে জানিয়ে দিলেন অভিষেক ৷ গোসাইমারি মাঠে আগামিকাল ফের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট হবে বলে জানিয়েছেন তিনি ৷
সিতাই বিধানসভা কেন্দ্রের গোসাইমারিতে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ সেখানেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছতে দল মানুষের মতামতকে গুরুত্ব দেবে বলে জানিয়েছিলেন তিনি ৷ এর জন্য মঙ্গলবার গোসাইমারিতে গণভোট নেওয়া শুরু করে তৃণমূল ৷ কিন্তু অভিষেক সভামঞ্চ ছাড়তেই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয় ৷ অভিযোগ নিজেদের প্রার্থীদের নাম ঢোকাতে ব্যালট বাক্স নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় ৷ একসময় সেটি লুঠের চেষ্টা করা হয় ৷ যার জেরে ব্যালট বাক্সই ভেঙে যায় ৷ অভিযোগ বাক্সে থাকা প্রার্থীদের নামের কাগজ ছিঁড়ে ফেলে তৃণমূলেরই লোকজন ৷