দিনহাটা (কোচবিহার), 25 এপ্রিল: তৃণমূল কংগ্রেসে ‘নবজোয়ার আনার’ কর্মসূচি মঙ্গলবার কোচবিহার থেকে শুরু করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন দিনহাটায় একটি সভাও করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, ‘‘কোনও শাসক দল এভাবে রাস্তায় নামে না ৷ বিরোধী দল নামে ৷ আমরা ক্ষমতায় থেকেও রাস্তায় নামছি ৷ কারণ, আমাদের অহঙ্কার নেই ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে টানা দু’মাসের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ যার পোশাকি নাম, তৃণমূলের নবজোয়ার ৷ সেই কর্মসূচির জন্যই জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ মঙ্গলবার কোচবিহারের বামনহাট থেকে তিনি এই কর্মসূচি শুরু করেন ৷ তার পর দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল গ্রাউন্ডে সভা করেন ৷
সেই সভা থেকেই বাংলার ক্ষমতায় থেকেও কেন তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে সেই ব্য়াখ্যা দেন ৷ পাশাপাশি জানান, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই দফার সরকারের মেয়াদ 2026 সালে শেষ হবে ৷ এখনও তিন বছর বাকি রয়েছে ৷ তার আগেই মানুষের পাশে দাঁড়িয়েছে ৷ কেন দাঁড়িয়েছে, সেই নিয়ে অভিষেক জানান, বিধায়ক ও সাংসদ উন্নয়ন করতে চাইলেও পঞ্চায়েতে সঠিক প্রতিনিধি না থাকলে সেই উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় ৷ সেই কারণে মানুষ ঠিক করবে কে হবেন পঞ্চায়েত প্রার্থী হবে ৷