পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: অহঙ্কার নেই বলেই শাসক দল হয়েও তৃণমূল রাস্তায় নেমেছে, মন্তব্য অভিষেকের - তৃণমূলে নবজোয়ার

কোচবিহারের দিনহাটায় মঙ্গলবার এক জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি বলেন, অহঙ্কার নেই বলেই শাসক দল হয়েও তৃণমূল রাস্তায় নেমেছে ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

By

Published : Apr 25, 2023, 12:45 PM IST

Updated : Apr 25, 2023, 1:16 PM IST

দিনহাটা (কোচবিহার), 25 এপ্রিল: তৃণমূল কংগ্রেসে ‘নবজোয়ার আনার’ কর্মসূচি মঙ্গলবার কোচবিহার থেকে শুরু করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন দিনহাটায় একটি সভাও করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, ‘‘কোনও শাসক দল এভাবে রাস্তায় নামে না ৷ বিরোধী দল নামে ৷ আমরা ক্ষমতায় থেকেও রাস্তায় নামছি ৷ কারণ, আমাদের অহঙ্কার নেই ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে টানা দু’মাসের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ যার পোশাকি নাম, তৃণমূলের নবজোয়ার ৷ সেই কর্মসূচির জন্যই জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ মঙ্গলবার কোচবিহারের বামনহাট থেকে তিনি এই কর্মসূচি শুরু করেন ৷ তার পর দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল গ্রাউন্ডে সভা করেন ৷

সেই সভা থেকেই বাংলার ক্ষমতায় থেকেও কেন তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে সেই ব্য়াখ্যা দেন ৷ পাশাপাশি জানান, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই দফার সরকারের মেয়াদ 2026 সালে শেষ হবে ৷ এখনও তিন বছর বাকি রয়েছে ৷ তার আগেই মানুষের পাশে দাঁড়িয়েছে ৷ কেন দাঁড়িয়েছে, সেই নিয়ে অভিষেক জানান, বিধায়ক ও সাংসদ উন্নয়ন করতে চাইলেও পঞ্চায়েতে সঠিক প্রতিনিধি না থাকলে সেই উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় ৷ সেই কারণে মানুষ ঠিক করবে কে হবেন পঞ্চায়েত প্রার্থী হবে ৷

ওই সভা থেকে আরও একবার তিনি বিজেপিকে ও কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন ৷ বিজেপির বিরুদ্ধে তিনি কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মানুষকে ভুল বোঝানোর অভিযোগ তোলেন ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, পৃথক রাজ্য দেওয়ার নামে ভুল বোঝাচ্ছে বিজেপি ৷ একই সঙ্গে তিনি আরও একবার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মোদি সরকার বাংলাকে বঞ্চনা করছে বলেও তিনি অভিযোগ করেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, উত্তরবঙ্গে লোকসভার আসন আটটি ৷ 2019 সালে লোকসভার নির্বাচনে একটি আসনে কংগ্রেস জেতে ৷ বাকি আসনগুলিতে বিজেপি জিতেছে ৷ স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের অধিকাংশ মানুষের সমর্থন ছিল বলেই সাতটি আসনে জিততে পেরেছিল বিজেপি ৷ এদিন সেই প্রসঙ্গও উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বক্তৃতায় ৷ তাঁর কথায়, 2019 সালে মানুষ ধর্মীয় ভাবাবেগের কথা শুনে, বালাকোটের ইস্যুতে, নরেন্দ্র মোদির জন্য ভোট দিয়েছিলেন ৷ অভিষেকের অভিযোগ, তাতে ভোটারদের কোনও লাভ হয়নি ৷ তাই তিনি জানিয়েছেন, আগামিদিনে আগামী প্রজন্মের কথা ভেবে, এলাকার উন্নয়নের জন্য ভোট দিতে হবে ৷

আরও পড়ুন:জন সংযোগ যাত্রার প্রথম দিন! প্রেমকুমার-মোজাফফরের পরিবারের সঙ্গে অভিষেক

Last Updated : Apr 25, 2023, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details