কোচবিহার, 24 নভেম্বর : চোর সন্দেহে এক ব্য়ক্তি মারধর এবং তার জেরে মৃত্য়ু হল ওই ব্য়ক্তির ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের উত্তর ধলপলের বর্মন পাড়ায় ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে সন্দেহজনকভাবে ওই ব্য়ক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাঁকে মারধর করে স্থানীয় কয়েকজন যুবক ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্য়ক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে ওই ব্য়ক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
চোর সন্দেহে তুফানগঞ্জে এক ব্যাক্তিকে পিটিয়ে খুন, আটক ৩ - আটক ৩
জানা গিয়েছে, সোমবার রাতে তুফানগঞ্জের বর্মন পাড়ায় স্থানীয় কয়েকজন যুবক একটি অনুষ্ঠান থেকে ফিরছিল ৷ সেই সময় ওই ব্য়ক্তিকে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ৷ অপরিচিত হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ তবে, কথায় অসংলগ্নতা থাকায় ওই ব্য়ক্তিকে মারধর শুরু করে তারা ৷
জানা গিয়েছে, সোমবার রাতে তুফানগঞ্জের বর্মন পাড়ায় স্থানীয় কয়েকজন যুবক একটি অনুষ্ঠান থেকে ফিরছিল ৷ সেই সময় ওই ব্য়ক্তিকে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ৷ অপরিচিত হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ তবে, কথায় অসংলগ্নতা থাকায় ওই ব্য়ক্তিকে মারধর শুরু করে তারা ৷ চিৎকার শুনে ততক্ষণে সেখানে এলাকার আরও লোকজন চলে আসে ৷ অভিযোগ তারা সবাই মিলে ওই ব্য়ক্তিকে মারধর শুরু করে ৷ ইতিমধ্য়ে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ ৷ তাঁরাই তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্য়ক্তিকে মৃত ঘোষণা করেন ৷ পরে আজ সকালে এলাকায় এসে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 3 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ ৷ বাকি আর কারা মারধরের ঘটনা জড়িত রয়েছে তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা ৷