কোচবিহার, 12 ফেব্রুযারি : কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম ফের মহারাজা জিতেন্দ্র নারায়ণের নামে করার প্রস্তাব দিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় । গতকাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব দেন তিনি ।
কোচবিহারের রাজাদের আমলে গড়ে ওঠে কোচবিহার জিতেন্দ্র নারায়ণ হাসপাতাল । পরে গত বছর ফেব্রুয়ারিতে ওই হাসপাতালকে উন্নত করে মেডিকেল কলেজ গড়ে তোলা হয় । নাম পরিবর্তন করে রাখা হয় কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল । এতদিন এই মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী । সম্প্রতি চেয়ারম্যান করা হয় প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়কে ।