পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 - কোচবিহারে গ্রেপ্তার দুই যুবক

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা মহকুমার ।

পাচার হওয়ার আগে অস্ত্র

By

Published : Sep 21, 2019, 10:34 AM IST

কোচবিহার , 21 সেপ্টেম্বর : পাচারের আগেই আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার । ধৃতদের নাম শফিক হোসেন (20) এবং রতন রায় (25) ৷ ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা মহকুমার ঘোকসাডাঙা থানার । স্থানীয় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত দুই যুবককে মাথাভাঙা জুডিসিয়াল কোর্টে তোলে ।

ধৃত দুই যুবক

ঘোকসাডাঙা থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পায়, সংশ্লিষ্ট এলাকায় রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে । খবরের ভিত্তিতে তৎপর হয় পুলিশ । বৃহস্পতিবার মধ্যরাতে চৈতন্যহাট এলাকা থেকে একটি 7 mm পিস্তল ও একটি কার্তুজসহ ধরা পড়ে শফিক ও রতন । শফিকের বাড়ি পুণ্ডিবাড়ি থানা এলাকার বৈকুণ্ঠপুরে । রতনের বাড়ি খাপাইডাঙাতে ।

ABOUT THE AUTHOR

...view details