কলকাতা, 30 মে : কমতে চলেছে গরমের ছুটির মেয়াদ । শিক্ষা দপ্তর প্রথমে ঘোষণা করেছিল টানা 1 মাস 29 দিন সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি চলবে । অর্থাৎ 30 জুন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি চলার কথা ছিল । কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তার আগেই স্কুলগুলি খুলবে । 28 মে ছুটি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের কাছে 30 জুনের আগেই স্কুল খোলার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আজ ফেসবুকে পোস্ট করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 10 জুন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল খুলবে ।
2 মে একটি বিজ্ঞপ্তি জারি করে ফণীর জন্য স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর । সেই সঙ্গে গরমের ছুটিও ঘোষণা করা হয়েছিল । সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, 3 মে থেকে 30 জুন পর্যন্ত টানা 1 মাস 29 দিন স্কুল বন্ধ রাখার কথা বলা হয় । কিন্তু, এত দীর্ঘ গরমের ছুটির জেরে পড়াশোনায় ব্যাঘাত হবে বলে শিক্ষা দপ্তরের জমা পড়েছিল একাধিক অভিযোগ ।