পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চুক্তিভিত্তিক শিক্ষকদের জয়, সমকাজে সমবেতনের নির্দেশ হাইকোর্টের - same salary

চুক্তিভিত্তিক 8 শিক্ষক 2014 সালে সমকাজে সমবেতনের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । আজ হাইকোর্টের তরফে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দেন তাঁদের রেগুলার শিক্ষকদের সমান বেতন দিতে হবে ।

কলকাতা হাইকোর্ট

By

Published : Jul 4, 2019, 11:09 PM IST

কলকাতা, 4 জুলাই : 8 চুক্তিভিত্তিক শিক্ষককে রেগুলার শিক্ষকদের সমান বেতন দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । রেগুলার শিক্ষকদের যা বেসিক পে সেটাই চুক্তিভিত্তিক শিক্ষকদের দিতে হবে । আজ এই নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

অনির্বাণ ঘোষ, বরুণ ঘোষ সহ 8 চুক্তিভিত্তিক শিক্ষক সমকাজে সমবেতনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2014 সালে । 2008 সালে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে বিভিন্ন স্কুলে কাজে যোগ দিয়েছিলেন ওই শিক্ষকরা । কাজে যোগ দেওয়ার সময় বেতন ছিল 3000 টাকা । পরে তাদের বেতন বেড়ে হয় 8000 টাকা । এখন বেতন মাসে 10,000 টাকা । তাঁরা এর আগে একাধিকবার সমকাজে সমবেতনের দাবি জানিয়েছিলেন শিক্ষা দপ্তরে । কিন্তু তাতে কাজ হয়নি । তারপর তাঁরা হাইকোর্টে মামলা করেন ।

মামলাকারীদের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত বলেন, "রেগুলার শিক্ষকদের সমান কাজ করা সত্ত্বেও বেতন কম হবে কেন ? 2017 সালে সুপ্রিমকোর্ট একটি মামলার রায়ে জানিয়েছিল সমকাজে সমবেতন দিতে হবে । আমার মক্কেলরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছে ।"

রাজ্যের তরফে আইনজীবী জয়তোষ মজুমদার আদালতকে পালটা বলেন,"এই শিক্ষকদের নিয়োগই করা হয়েছে চুক্তির ভিত্তিতে । সরকার কী করে তাঁদের রেগুলার শিক্ষকদের সমহারে বেতন দেবে ?"

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মৌসুমি ভট্টাচার্য রায় দেন, রেগুলার শিক্ষকদের যে বেসিক পে স্কেল রয়েছে সেটা চুক্তিভিত্তিক শিক্ষকদেরও দিতে হবে। সেই হারে বেতন দেওয়ার ক্ষেত্রে 2008 সাল থেকে এখনও পর্যন্ত ওই শিক্ষকদের যা বকেয়া রয়েছে, মিটিয়ে দিতে হবে রাজ্যকে।

ABOUT THE AUTHOR

...view details