কলকাতা, 4 জুলাই : 8 চুক্তিভিত্তিক শিক্ষককে রেগুলার শিক্ষকদের সমান বেতন দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । রেগুলার শিক্ষকদের যা বেসিক পে সেটাই চুক্তিভিত্তিক শিক্ষকদের দিতে হবে । আজ এই নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।
অনির্বাণ ঘোষ, বরুণ ঘোষ সহ 8 চুক্তিভিত্তিক শিক্ষক সমকাজে সমবেতনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2014 সালে । 2008 সালে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে বিভিন্ন স্কুলে কাজে যোগ দিয়েছিলেন ওই শিক্ষকরা । কাজে যোগ দেওয়ার সময় বেতন ছিল 3000 টাকা । পরে তাদের বেতন বেড়ে হয় 8000 টাকা । এখন বেতন মাসে 10,000 টাকা । তাঁরা এর আগে একাধিকবার সমকাজে সমবেতনের দাবি জানিয়েছিলেন শিক্ষা দপ্তরে । কিন্তু তাতে কাজ হয়নি । তারপর তাঁরা হাইকোর্টে মামলা করেন ।