বিধাননগর, 20 জুলাই : উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্দোলনকারী শিক্ষকদের পাশে দাঁড়ালেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ সল্টলেকে শিক্ষকদের আন্দোলন মঞ্চে এসে তিনি বলেন, "এই সরকার কত নির্মম হয়ে গেছে তা এদের ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন নির্বাচনের আগে আন্দোলন বন্ধ করে দিলে তিনি নির্বাচন জিতে যাবেন ৷ তারপর আন্দোলনও বন্ধ হয়ে যাবে ৷ কিন্তু কোনওটাই হয়নি ৷ আন্দোলন আবার শুরু হয়েছে ৷ নির্বাচনে মানুষ তাদের এই ব্যবহারের যোগ্য জবাব দিয়েছে ।"
"রোজ সরকারের কান মুলে দিচ্ছে কোর্ট", শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে বললেন দিলীপ
আজ সল্টলেকে শিক্ষকদের আন্দোলন মঞ্চে গিয়ে আন্দোলনকারী শিক্ষকদের পাশে দাঁড়ালেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
দিলীপবাবু আরও বলেন, "সারা দেশে সপ্তম পে কমিশন চালু হয়ে গেছে । তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে পঞ্চম পে কমিশন চলছে । সরকারের চেতনা হওয়া উচিত ৷ এমনিতেই এখানের কর্মচারীরা অন্য রাজ্যের থেকে পিছিয়ে আছেন । তাঁরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাঁদের আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না । সম্মান দেওয়া হচ্ছে না । আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করা হচ্ছে না । তার ফলে সমাজের সমস্ত ক্ষেত্রে ক্ষোভ বেড়ে যাচ্ছে । এই সরকার বেআইনিভাবে কাজ করছে । এভাবে কোনও সরকার চলতে পারে না । রোজ কান মুলে দিচ্ছে কোর্ট । আমার মতে সমস্ত বিষয় সহমর্মিতার সঙ্গে ভেবে সমাধান করার চেষ্টা করা হোক ৷"
দিলীপ ঘোষের বক্তব্য, অবিলম্বে বেতন বৃদ্ধির জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হোক ৷ কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিক শিক্ষকদের বেতন নির্ধারণ করা হোক । একইসঙ্গে 14 জন শিক্ষককে বদলির নির্দেশ বাতিল করারও দাবি জানান তিনি । এই একই দাবিতে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে ধরনা ও অনশন কর্মসূচি চলছে । আজ এই ধরনা নবম দিনে পড়ল ।