পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"রোজ সরকারের কান মুলে দিচ্ছে কোর্ট", শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে বললেন দিলীপ - teachers

আজ সল্টলেকে শিক্ষকদের আন্দোলন মঞ্চে গিয়ে আন্দোলনকারী শিক্ষকদের পাশে দাঁড়ালেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

"রোজ সরকারের কান মুলে দিচ্ছে কোর্ট", শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে বললেন দিলীপ

By

Published : Jul 20, 2019, 6:03 PM IST

বিধাননগর, 20 জুলাই : উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্দোলনকারী শিক্ষকদের পাশে দাঁড়ালেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ সল্টলেকে শিক্ষকদের আন্দোলন মঞ্চে এসে তিনি বলেন, "এই সরকার কত নির্মম হয়ে গেছে তা এদের ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন নির্বাচনের আগে আন্দোলন বন্ধ করে দিলে তিনি নির্বাচন জিতে যাবেন ৷ তারপর আন্দোলনও বন্ধ হয়ে যাবে ৷ কিন্তু কোনওটাই হয়নি ৷ আন্দোলন আবার শুরু হয়েছে ৷ নির্বাচনে মানুষ তাদের এই ব্যবহারের যোগ্য জবাব দিয়েছে ।"

দিলীপবাবু আরও বলেন, "সারা দেশে সপ্তম পে কমিশন চালু হয়ে গেছে । তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে পঞ্চম পে কমিশন চলছে । সরকারের চেতনা হওয়া উচিত ৷ এমনিতেই এখানের কর্মচারীরা অন্য রাজ্যের থেকে পিছিয়ে আছেন । তাঁরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাঁদের আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না । সম্মান দেওয়া হচ্ছে না । আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করা হচ্ছে না । তার ফলে সমাজের সমস্ত ক্ষেত্রে ক্ষোভ বেড়ে যাচ্ছে । এই সরকার বেআইনিভাবে কাজ করছে । এভাবে কোনও সরকার চলতে পারে না । রোজ কান মুলে দিচ্ছে কোর্ট । আমার মতে সমস্ত বিষয় সহমর্মিতার সঙ্গে ভেবে সমাধান করার চেষ্টা করা হোক ৷"

দিলীপ ঘোষের বক্তব্য, অবিলম্বে বেতন বৃদ্ধির জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হোক ৷ কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিক শিক্ষকদের বেতন নির্ধারণ করা হোক । একইসঙ্গে 14 জন শিক্ষককে বদলির নির্দেশ বাতিল করারও দাবি জানান তিনি । এই একই দাবিতে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে ধরনা ও অনশন কর্মসূচি চলছে । আজ এই ধরনা নবম দিনে পড়ল ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details