কলকাতা, 5 জুলাই : ফের রাতের কলকাতায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ উঠল । গভীর রাতে পাটুলি এলাকায় হেনস্থার শিকার হন অভিনেতা জিতু কমল । অভিযোগ, পিছন থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে । তাঁকে গালিগালাজও করা হয় । জিতুর দাবি, পরে অভিযুক্তদের বাড়ি দেখালেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ । বরং তাঁকে বলা হয়, সংশ্লিষ্ট বাড়িতে নিরাপত্তারক্ষী রয়েছে, তাই পুলিশ ভিতরে ঢুকতে পারবে না ।
আজ রাতে পাটুলির উপহার বিল্ডিং থেকে শুটিং সেরে ফিরছিলেন জিতু । অভিযোগ, রাত 1 টা 25 মিনিট নাগাদ পিয়ারলেসের রাস্তায় ঢোকার মুখে তাঁর গাড়িতে পিছন থেকে একটি কালো গাড়ি সজোরে ধাক্কা মারে । জিতু গাড়ি থেকে নামতে গেলে গাড়িটি পালিয়ে যায় । গাড়িটিকে ধাওয়া করেন জিতু । কিছুটা দূর যাওয়ার পর গাড়িটি দাঁড়িয়ে যায় । এরপর সেই গাড়িতে থাকা দুজন হকি স্টিক কিছু একটি বের করে জিতুকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে । বলে, "ফোট এখান থেকে । যা করার করে নে ।" জিতু ভিডিয়ো করতে গেলে তারা গাড়ি স্টার্ট করে চলে যায় । পিছু নেন জিতু । শেষপর্যন্ত দুজনে উপহার বিল্ডিংয়ে ঢুকে যায় । জিতুর অভিযোগ, "দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন । আমি ভিডিয়ো করার আগেই গাড়ি স্টার্ট করে বেরিয়ে যায় । গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে কথা বললে আমাকে মেরেও ফেলতে পারত । "