পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Tried to Kill Student: সুতপাকাণ্ডের ছায়া! বীরভূমের ব্যস্ত রাস্তায় ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের - undefined

জানা গিয়েছে, যুবকটি পথ আটকায় ছাত্রীটির ৷ বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটিও হয় ৷ এরপরেই যুবকটি বাইকের বাস্কেট থেকে ধারালো কাটারি বের করে ছাত্রীটির উপর এলোপাথারি চালাতে থাকে ৷

Youth Tried to Kill Student
বীরভূমের ব্যস্ত রাস্তায় ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 7:30 PM IST

Updated : Nov 1, 2023, 7:46 PM IST

বীরভূমের ব্যস্ত রাস্তায় ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের

সাঁইথিয়া, 1 নভেম্বর: ব্যস্ত রাস্তায় ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুনের চেষ্টা ৷ গুরুতর জখম অবস্থায় ছাত্রীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে সাঁইথিয়া থানার পুলিশ।

বীরভূমের ময়ূরেশ্বর থানার ওলকুণ্ডা গ্রামের বাসিন্দা আয়েশা খাতুন। সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী সে ৷ জানা গিয়েছে বুধবার বিকেলে কলেজ শেষে বাড়ি ফিরছিল সে। সেই সময় সাঁইথিয়ার তালতলা মোড়ের কাছে এক যুবক বাইক নিয়ে অপেক্ষা করছিল ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকটি পথ আটকায় ছাত্রীটির ৷ বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটিও হয় ৷ এরপরেই যুবকটি বাইকের বাস্কেট থেকে ধারালো কাটারি বের করে ছাত্রীটির উপর এলোপাথারি চালাতে থাকে ৷ ছাত্রীর হাতে ও পায়ে গুরুতর আঘাত লাগে।

রক্তাক্ত অবস্থায় আয়েশা রাস্তার পাশের একটি দোকানে গিয়ে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় ৷ জানা গিয়েছে, ওই ছাত্রীকে বাঁচাতে গিয়ে কাটারির ঘায়ে জখম হয়েছেন দোকানদারও ৷ ছাত্রীকে এরপর সিউড়ি সদর হাসপাতালে ও আহত দোকানদারকে সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সাঁইথিয়া থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক ৷ ছোটতুড়ি গ্রামে আয়েশার বাড়ি ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে প্রণয় সম্পর্ক ছিল ছাত্রীর ৷ কিন্তু সম্পর্কের অবনতি থেকেই অশান্তি শুরু হয় ৷ তবে সাঁইথিয়ার প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, আক্রান্ত গাড়ির চালকও

অন্যদিকে, জখম ছাত্রীর বাবা আনিস শেখ বলেন, "মার্কশিট নিয়ে ঝামেলা চলছিল৷ সেই থেকেই আমার মেয়ের উপর চড়াও হয়েছে ওই যুবক। দোকানে ঢুকেও ওকে মেরে ফেলার চেষ্টা করে। হাতে ও পায়ে আঘাত করেছে। আমরা এই ঘটনায় ভয়ে ভয়ে আছি। অভিযুক্তর শাস্তি চাই।" পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক। স্থানীয়রাই প্রথমে ধরে যুবককে ৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ কেন সে আচমকা তরুণীর উপর আক্রমণ করল তা জানতে চাইছে পুলিশ ৷

গত বছর মুর্শিদাবাদের বহরমপুরে একই রকমই ঘটনা ঘটেছিল। 2022 সালের 2 মে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠেছিল পুরো শহর ৷ রাস্তায় প্রকাশ্যে প্রাক্তন প্রেমিকা সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করেছিল সুশান্ত চৌধুরী। সেই ঘটনায় সম্প্রতি সুশান্তকে ফাঁসির সাজা দিয়েছে নিম্ন আদালত।

Last Updated : Nov 1, 2023, 7:46 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details