পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গলায় রবীন্দ্রসংগীত, হাতে পোস্টার নিয়ে পদযাত্রা বিশ্বভারতীতে

আশ্রম এলাকাজুড়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে পদযাত্রা করছেন তাঁরা । হাতে প্রতিবাদী ব্যানার পোস্টার নিয়ে । বিশ্বভারতীর প্রাক্তন বর্তমান ছাত্র-ছাত্রী আশ্রমিকরা অংশ নিয়েছেন এই পদযাত্রায় ।

বোলপুরের খবর
ছবি

By

Published : Jan 8, 2021, 11:19 AM IST

Updated : Jan 8, 2021, 11:57 AM IST

বোলপুর, 8 জানুয়ারি : নিজেদের ঘর ফিরে পেতে অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়ির সামনে থেকে পদযাত্রা শুরু করলেন আলাপিনী মহিলা সমিতির বৃদ্ধারা । আশ্রম এলাকাজুড়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে পদযাত্রা করছেন তাঁরা । হাতে প্রতিবাদী ব্যানার পোস্টার নিয়ে । বিশ্বভারতীর প্রাক্তন বর্তমান ছাত্র-ছাত্রী আশ্রমিকরা অংশ নিয়েছেন এই পদযাত্রায় । এমনকী অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ প্রসঙ্গেও প্রতিবাদ করেন তাঁরা।

1916 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় আশ্রমের ভিতরে গড়ে ওঠে "আলাপিনী মহিলা সমিতি" । রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আলাপিনী নামকরণ করেছিলেন । প্রতিমা দেবী থেকে শুরু করে ঠাকুরবাড়ির মহিলারা এই সমিতির সদস্যা ছিলেন । সমিতির উদ্যোগে "শ্রেয়শী" নামক একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। এই পত্রিকাটির নামকরণও করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর । তবে সমিতির নির্দিষ্ট কোন ঘর ছিল না । বিভিন্ন জায়গায় সমিতির সভা বসত।

কী বলছেন সমিতির বৃদ্ধারা ?

আরও পড়ুন : হচ্ছে না পৌষমেলা, পৌষ উৎসবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবী চৌধুরানী এই সমিতির সদস্যা ছিলেন । 1956 সালে তিনি বিশ্বভারতীর উপাচার্য হন। তখন আশ্রমের ভিতর পাঠভবনের গায়ে আলাপিনী মহিলা সমিতির জন্য একটি ঘর দিয়েছিলেন । মাটির বাড়ি, ঘরের ছাউনি । এই বাড়িতেই মাসে দুবার করে বসে মহিলা সমিতির সভা । আশ্রম শান্তিনিকেতনের বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত এই সমিতি। কবিপত্নী থেকে শুরু করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা অমিতা সেনের মতন বিশিষ্টরা এখানের সদস্যা থেকেছেন। সেই ঐতিহ্যবাহী মহিলা সমিতি কার্যত বন্ধ করে দিলেও বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Last Updated : Jan 8, 2021, 11:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details