নানুর, 6 : তরমুজ চাষে ব্যাপক ক্ষতি নানুরে ৷ ফলন ভাল হয়নি ৷ যাও বা হয়েছে, তা আবার তাপমাত্রার তারতম্য আর পোকার আক্রমণে মাঠেই ফেটে যাচ্ছে ৷ যে তরমুজ এক একটি চার থেকে সাড়ে চার কেজি হয় । তা এবার হয়েছে এক থেকে দেড় কেজি ওজন ৷ তাতেই মাথায় হাত চাষিদের (Watermelon Farmers are Affected in Birbhum) ।
বীরভূম জেলায় সাধারণত ধান, তিল, আলু ও বিভিন্ন সবজি চাষ হয়ে থাকে । একটু বেশি লাভের জন্য নানুরের বহু চাষি কয়েক বছর ধরে তরমুজ চাষ শুরু করেছেন । কিন্তু এ বছর তরমুজ চাষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা ৷ কারণ হিসেবে তাঁরা তাপমাত্রার তীব্রতাকেই দায়ী করেছেন ৷ টানা 15 দিন বীরভূমের তাপমাত্রা ছিল 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড । তার মধ্যে তাপপ্রবাহ । এরপরে এখন ঘনঘন বৃষ্টি হচ্ছে । আর পোকার আক্রমণ ৷ এর ফলে মাঠেই ফেটে গিয়েছে তরমুজ ৷ আর এতেই কার্যত মাথায় হাত পড়েছে নানুরের চাষিদের ৷
Watermelon Cultivation in Birbhum : তাপমাত্রার প্রবল হেরফের, মাঠেই ফাটছে তরমুজ - birbhum news
বিভিন্ন রকম সবজির পাশাপাশি বীরভূমের নানুরের চাষিরা তরমুজ চাষ করেন (WaterMelon Cultivation in Birbhum) ৷ কিন্তু তাপমাত্রার মাত্রাতিরিক্ত হেরফের আর পোকার আক্রমণে মাঠেই ফেটে যাচ্ছে তরমুজ ৷ যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা ৷
বীরভূমে তরমুজ চাষ
তাঁদের কাছ থেকে জানা গিয়েছে, দু'বিঘা জমিতে তরমুজ চাষ করতে প্রায় 50 হাজার টাকা খরচ হয় ৷ এর থেকে প্রায় দেড় লক্ষ টাকা উঠে আসে ৷ বাজারে তরমুজের চাহিদা থাকলেও ফলন ভাল হয়নি বলে আক্ষেপ চাষিদের ।
আরও পড়ুন :onion cultivation : পেঁয়াজ চাষে স্বনির্ভর হওয়ার পথে রাজ্য