পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva-Bharati VC: তৃণমূলের ধরনা মঞ্চ থেকে প্রাণনাশের হুমকি ! পুলিশের দ্বারস্থ বিশ্বভারতীর উপাচার্য - বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

Visva Bharati VC files Police Complaint: তৃণমূলের ধরনা মঞ্চ থেকে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন শান্তিনিকেতন থানায় ৷

Visva Bharati VC
Visva Bharati VC

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 6:25 PM IST

Updated : Oct 30, 2023, 8:17 PM IST

তৃণমূলের ধরনা মঞ্চ থেকে বিশ্বভারতীর উপাচার্যকে প্রাণনাশের হুমকি !

বোলপুর, 30 অক্টোবর: তৃণমূলের ধরনা মঞ্চ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে শান্তিনিকেতন থানায় ই-মেল মারফৎ অভিযোগ দায়ের করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । বিশ্বভারতীর তরফে দেওয়া বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি সংক্রান্ত ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকার প্রতিবাদে এই ধরনা চার দিন ধরে চলছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা এই ধরনা মঞ্চ থেকে গত কয়েকদিন ধরে বিশ্বভারতীর উপাচার্য সম্পর্কে ৷ কেউ তাঁকে বীরভূম থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, তো কেউ শ্মশানে পাঠানোর কথা বলেছেন ৷ এই পরিস্থিতিতে বীরভূমের শান্তিনিকেতন থানায় অভিযোগ করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ।

উল্লেখ্য, গত 17 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দিয়েছে ইউনেসকো । এরপরেই ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন ও গৌরপ্রাঙ্গণে তিনটি শ্বেত পাথরের ফলক বসানো হয়েছে । সেখানে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর । যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ।

প্রতিবাদে সরব হয়ে দলকে লাগাতার আন্দোলনের নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শান্তিনিকেতনের রাস্তার উপর কবিগুরু হস্তশিল্প মার্কেটে মঞ্চ তৈরি করে চলছে তৃণমূল নেতা-মন্ত্রীদের আন্দোলন । এই আন্দোলনের মঞ্চ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এই মর্মে শান্তিনিকেতন থানায় ইমেল মারফৎ অভিযোগ দায়ের করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । অভিযোগে তিনি লিখেছেন, "মঞ্চ থেকে নেতারা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে । রীতিমতো প্রাণ সংশয়ে দিন কাটছে । বিষয়টি দেখুন ।"

প্রসঙ্গত, গত শনিবার এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা উপাচার্যকে বাসভবন থেকে বের করে বীরভূম ছাড়ানোর হুমকি দিয়েছেন ৷ এছাড়া তৃণমূল নেতা বাবু দাস উপাচার্যকে শ্মশানে পাঠানোর হুমকি দিয়েছেন ৷ এই দুটি ঘটনা উল্লেখ করেই শান্তিনিকেতন থানায় ইমেল মারফৎ অভিযোগ দায়ের করেছেন বিশ্বভারতীর উপাচার্য ।

পুলিশ জানিয়েছে যে তারা উপাচার্যের ইমেল পেয়েছে ৷ বিষয়টি খতিয়ে দেখবে বলে পুলিশ জানিয়েছে ৷ অন্যদিকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা চন্দ্রনাথ সিংহ বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দিয়ে অন্যায় করেছেন উপাচার্য । মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি । কোনোরকম শান্তিভঙ্গে আমরা বিশ্বাসী নই । উনি নিজের ভুল ঢাকতে এখন অনেক কিছুই করবেন । উনি ওই ফলক বদলে দিলেই তো আর কোনও সমস্যা থাকার কথা নয় ।"

আরও পড়ুন:বিশ্বভারতীর উপাচার্যকে বীরভূম থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার

Last Updated : Oct 30, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details