পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva-Bharati New VC: বিদ্যুতের মেয়াদ শেষ, বিশ্বভারতীর নয়া ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় মল্লিক - বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক

আজ মেয়াদ শেষ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ৷ ভারপ্রাপ্ত নয়া উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক ৷

Etv Bharat
বিদ্যুতের মেয়াদ শেষে বিশ্বভারতীর নয়া ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় মল্লিক

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 6:10 PM IST

Updated : Nov 8, 2023, 6:21 PM IST

বোলপুর, 8 নভেম্বর: ফলক বিতর্কের মাঝেই বুধবার মেয়াদ শেষ হল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর । বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় কুমার মল্লিক ৷ তিনি কলাভবনের অধ্যক্ষ ছিলেন । দীর্ঘ 5 বছর বিভিন্ন বিতর্ক ও উপাচার্যের একাধিক সিদ্ধান্তকে ঘিরে রাজ্য-কেন্দ্র সংঘাত দেখা গিয়েছে ৷ তাই বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই উচ্ছ্বসিত পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক ও কর্মীদের একাংশ ৷ আনন্দিত তৃণমূল শিবিরও ৷

বিশ্বজনীন ঐতিহ্যের যে স্বীকৃতি ইউনেসকোর তরফে মিলেছে, সেই ফলকে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর । যা নিয়ে 13 দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশ্বভারতীতে চলছে তৃণমূলের ধরনা বিক্ষোভ । এরই মাঝে আজ বুধবার উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হল বিদ্যুৎ চক্রবর্তীর ৷ বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় কুমার মল্লিক । তিনি কলাভবনের অধ্যক্ষের দায়িত্ব সামলানোর পাশাপাশি বিশ্বভারতীর কর্মসমিতির সদস্যও ৷ তাই বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে বিশ্বভারতীর অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটু অনুযায়ী সিনিয়র মোস্ট অধ্যাপক হিসাবে উপাচার্যের দায়িত্বভার নিলেন সঞ্জয় মল্লিক ৷

এদিন বাসভবন পূর্বিতা থেকে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে স্বাক্ষর করেন বিদ্যুৎ চক্রবর্তী । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে পারেন পড়ুয়ারা, এই আশঙ্কায় মহিলা পুলিশ-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল । পাশাপাশি বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হয়েছিল ৷ প্রসঙ্গত, বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ কখনও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও বিশ্বভারতীর অধ্যাপক, আশ্রমিক, প্রাক্তনী, পড়ুয়াদের আক্রমণ করেছেন সদ্য-প্রাক্তন উপাচার্য । এমনকী, এই বিদ্যুৎবাবুর সিদ্ধান্তের জন্য রাজ্য-কেন্দ্র সংঘর্ষ চরমে পৌঁছে ছিল । তাই উপাচার্যের মেয়াদ শেষ হতেই উত্তাপ বাড়তে থাকে শান্তিনিকেতনে । সেই কারণেই আজ তাঁর যাওয়ার দিনেও কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বারবার টহল দেয় শান্তিনিকেতন থানার ওসি'র নেতৃত্বে পুলিশ বাহিনী ।

আরও পড়ুন : ফলক বিতর্কে উপাচার্যকে থানায় তলব, মুখ্যমন্ত্রীকে 'অসম্মান' করা নিয়েও অভিযোগ দায়ের

Last Updated : Nov 8, 2023, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details