বোলপুর, 8 নভেম্বর: ফলক বিতর্কের মাঝেই বুধবার মেয়াদ শেষ হল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর । বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় কুমার মল্লিক ৷ তিনি কলাভবনের অধ্যক্ষ ছিলেন । দীর্ঘ 5 বছর বিভিন্ন বিতর্ক ও উপাচার্যের একাধিক সিদ্ধান্তকে ঘিরে রাজ্য-কেন্দ্র সংঘাত দেখা গিয়েছে ৷ তাই বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই উচ্ছ্বসিত পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক ও কর্মীদের একাংশ ৷ আনন্দিত তৃণমূল শিবিরও ৷
বিশ্বজনীন ঐতিহ্যের যে স্বীকৃতি ইউনেসকোর তরফে মিলেছে, সেই ফলকে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর । যা নিয়ে 13 দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশ্বভারতীতে চলছে তৃণমূলের ধরনা বিক্ষোভ । এরই মাঝে আজ বুধবার উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হল বিদ্যুৎ চক্রবর্তীর ৷ বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় কুমার মল্লিক । তিনি কলাভবনের অধ্যক্ষের দায়িত্ব সামলানোর পাশাপাশি বিশ্বভারতীর কর্মসমিতির সদস্যও ৷ তাই বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে বিশ্বভারতীর অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটু অনুযায়ী সিনিয়র মোস্ট অধ্যাপক হিসাবে উপাচার্যের দায়িত্বভার নিলেন সঞ্জয় মল্লিক ৷