বোলপুর, 24 নভেম্বর: "এক কোটি টাকার লটারি জেতার পর হুমকি দিয়ে সেই টিকিট নিয়ে নেওয়া হয় ৷" বিস্ফোরক দাবি বীরভূমে লটারিতে (CBI Quizzes Lottery Winner) এক কোটি টাকা জেতা নূর আলির বাবা কটাই শেখের (TMC men snatched Rs 1 crore ticket)৷ এ দিন বোলপুরে অস্থায়ী ক্যাম্প অফিসে নূর আলিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI Interrogates Lottery Winner)। এ বার অনুব্রত মণ্ডলের সঙ্গে লটারি যোগের তথ্য সিবিআইয়ের হাতে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ ভেদ হতে চলেছে লটারি টিকিট দিয়ে কালো টাকা সাদা হওয়ার রহস্য ৷
বোলপুর থানার বড় শিমূলিয়া গ্রামের বাসিন্দা নূর আলি লটারিতে এক কোটি টাকা জিতেছিলেন ৷ এ দিন বোলপুরের রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাঁকে ডেকে পাঠানো হয় ৷ লটারি প্রাপক নূর আলির বাবা কটাই শেখের দাবি, লটারিতে এক কোটি টাকা জেতার কিছুক্ষণ পরেই অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাঁদের বাড়িতে যান ৷ মাত্র 5 থেকে 7 লক্ষ টাকা নূর আলিকে দিয়ে ওই টিকিট নিয়ে চলে আসেন তাঁরা ৷ যাঁরা গিয়েছিলেন তাঁরা তৃণমূলের লোকজন বলে অভিযোগ তাঁর ।