পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader slams Anubrata: জেল থেকেই ফোনে দল পরিচালনা করছেন অনুব্রত, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার - Mamata Banerjee

জেলে বসেই দল পরিচালনা করছেন অনুব্রত (TMC Leader Anubrata Mondal) ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের বীরভূম কোর কমিটির সদস্য কাজল শেখ। তিনি এও বললেন ফোন চেক করলেই সব পরিষ্কার হয়ে যাবে ৷ এতদিন ধরে বিরোধী পক্ষ এই একই দাবি করে আসছিলেন, এদিনের কাজল শেখের করা এই দাবিকেই শিলমোহর দিল ৷

TMC Leader Kajal Sheikh
অনুব্রত মণ্ডল ও কাজল শেখ

By

Published : Feb 12, 2023, 3:22 PM IST

Updated : Feb 12, 2023, 3:58 PM IST

বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার

নানুর, 12 ফেব্রুয়ারি:জেল হেফাজতে থাকা অনুব্রতর সঙ্গে ফোনে কথা হয় জেলা সভাধিপতির । এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের বীরভূম কোর কমিটির সদস্য কাজল শেখ। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই অভিযোগ করেছেন 'জেল বসে দল পরিচালনা করছেন অনুব্রত' (Kajal Sheikh Made Explosive Comment)। সেই অভিযোগেই কার্যত শিলমোহর দিলেন তৃণমূল নেতা কাজল শেখ।

একদা তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত ছিলেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ। সদ্য বীরভূম সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । দলের জেলা নেতাদের নিয়ে বৈঠক করে কাজল শেখকে কোর কমিটি সদস্য করেন। অর্থাৎ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাত জনের কোর কমিটিতে (Birbhum TMC Core Committee) স্থান পান কাজল শেখ। শনিবার বোলপুরে তৃণমূলের জেলা কমিটির বৈঠক ছিল ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে কাজল শেখকে শেষের সারিতে বসতে দেওয়া হয় ৷

এমনকী, বৈঠকে কাজল শেখ প্রশ্ন তোলেন, কেন কোর কমিটি গঠনের পর থেকে একটাও বৈঠক হল না ৷ এই নিয়ে বাকবিতণ্ডা হয় ৷ এরপরেই জেলা কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে যান কাজল শেখ। রবিবার নানুরের বন্দরে একটি সভা ছিল কাজল শেখের। সেখানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, দলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ ৷ বৈঠকে এক প্রশ্নের উত্তরে কাজল শেখ বলেন, "আমি চাইলে যে কোনও সময় পঞ্চায়েতের যে কোনও পদে বসতে পারতাম ৷ আমার কোনও পদের ইচ্ছে নেই।"

আরও পড়ুন:মমতার বৈঠকের পর 7 জনের কোর কমিটি বীরভূমে, জেলা সভাপতি পদে বহাল অনুব্রত

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর কথা মতো আমি বলেছিলাম নেতারা বাড়িতে বসে না-থেকে পার্টি অফিসে বসুন ৷ কেন কোর কমিটির বৈঠক না-হয়ে, জেলা কমিটির বৈঠক ডেকে দেওয়া হল। হয় তো বিকাশ দার (জেলা সভাধিপতি) সঙ্গে জেল থেকে অনুব্রত মণ্ডলের কথা হচ্ছে। কারণ বিকাশ দা'ই বললেন, আমি অনুব্রত মণ্ডলের নির্দেশ মতো চলছি। স্বভাবতই তাঁর ফোন চেক করলেই বুঝতে পারবেন কথা হচ্ছে কি না।" অর্থাৎ জেলে বসেই দল চালাচ্ছেন অনুব্রত মণ্ডল। এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন জেলা তৃণমূল নেতা কাজল শেখ। তবে, এর পালটা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী জানান একথা সম্পূর্ণ মিথ্যা ৷

Last Updated : Feb 12, 2023, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details