পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূমে BJP কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - saithiya

বীরভূমের সাঁইথিয়ায় BJP কর্মীর বাড়িতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

শান্ত দাসের বাড়ি লক্ষ্য করে কয়েকটি বোমা ছোড়া হয়

By

Published : Apr 27, 2019, 7:29 PM IST

সাঁইথিয়া, ২৭ এপ্রিল : BJP কর্মীর বাড়িতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সাঁইথিয়ার হাতোরা গ্রামে । অভিযোগ, রাত একটা নাগাদ বোমার বিকট আওয়াজে কেঁপে ওঠে গ্রাম । ছোড়া বোমাগুলির মধ্যে একটি বোমা ফাটেনি, সেটি উদ্ধার করে বম স্কয়াড । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

BJP কর্মী শান্ত দাসের বাড়ি লক্ষ্য করে কয়েকটি বোমা ছোড়া হয় । বোমা ফাটার শব্দে গ্রামে আতঙ্ক ছড়ায় । শান্তবাবুর বাড়ির দেওয়ালে বোমার দাগ দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায় একটি বোমা । বোমাটি উদ্ধার করে পাশের একটি পুকুরে ডুবিয়ে নিষ্ক্রিয় করে বম্ব স্কয়াডের প্রতিনিধিরা । এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

শান্তবাবু বলেন, "রাত একটা নাগাদ বিকট আওয়াজে আমাদের সবার ঘুম ভেঙে যায় । প্রথমে বুঝতে পারিনি কী হয়েছে। আমি আমার দুই ছেলে ও বাকি পরিবারকে বাড়ি থেকে বেরিয়ে আসি । পরে টর্চের আলোয় দেখতে পাই ঘরের ভেতর বিছানার সামনে একটি বোমা পড়ে আছে । গরমের জন্য ঘরের দরজা খুলে ঘুমোচ্ছিলাম । সেই সুযোগেই ঘরের ভিতর বোমা ছুড়ে পালিয়েছে দুষ্কৃতীরা ।"

ABOUT THE AUTHOR

...view details