রামপুরহাট, 11 এপ্রিল: রামপুরহাটের বগটুই গণহত্যা কাণ্ডে মৃতদের পরিবারের ডিএনএর নমুনা সংগ্রহ শুরু করল সিবিআই। আজ ডিএনএর নমুনা সংগ্রহের জন্য মৃতদের পরিবারের কয়েকজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় (CBI Has Collected DNA Sample )।
আরও পড়ুন :Bagtui Massacre Case : বগটুই-কাণ্ডে নয়া মোড়, মুম্বই থেকে 4 জনকে গ্রেফতার করল সিবিআই
আজ তাঁদের ডিএনএর নমুনা সংগ্রহ করা হবে । সেই রিপোর্ট আসার পর মৃতদেহগুলির ডিএনএ মিলিয়ে দেখা হবে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ডিএনএর নমুনাগুলি দিল্লি পাঠানো হবে। সেখানে মৃতদের ডিএনএর নমুনা ও তাঁদের পরিবারের ডিএনএর নমুনা মিলিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, গত ২১ মার্চ রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হয় । তারপরেই হিংসা ছড়ায় বগটুই গ্রামে । বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় । সোনা শেখের বাড়িতে মহিলা ও বাচ্চা-সহ 7 জনকে কুপিয়ে খুন করে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় । পরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে মৃত্যু হয় দুই মহিলার ।