পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডিসেম্বর মাস ভয়ানক হবে বীরভূমের তৃণমূল নেতাদের কাছে, হুঁশিয়ারি শুভেন্দুর - ডিসেম্বর মাস

Suvendu Adhikari: বীরভূমের তৃণমূল জেলা নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ৷ সেক্ষেত্রে ডিসেম্বর মাসের কথা উল্লেখ করলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 8:19 PM IST

শুভেন্দু অধিকারীর বক্তব্য

রামপুরহাট, ২৭ নভেম্বর: এবার বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের নাম করে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একইসঙ্গে বীরভূমের তৃণমূল নেতাদের তাঁর হুঁশিয়ারি, ডিসেম্বর মাস ভয়াবহ হবে ৷ সোমবার রামপুরহাটে বিজেপির এক সভায় শুভেন্দু বলেন, "বীরভূমে নতুন একটা পাখি উড়ছে, কাজল শেখ । নতুন পাখির সঙ্গে ভাগ্নে বাপি। আমাদের সব নজরে আছে। ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূম নেতাদের কাছে ৷"

আগামী 29 নভেম্বর বিজেপির 'কলকাতা চলো' কর্মসূচি আছে । সেদিন ধর্মতলায় বিজেপির সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ সেই কর্মসূচির প্রচারেই সোমবার রামপুরহাটে শহরে পদযাত্রা করেন বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ রাজ্য ও জেলা নেতৃবৃন্দ। এদিন পদযাত্রা শেষে রামপুরহাটের পাঁচমাথা মোড়ে একটি সভা করেন শুভেন্দু অধিকারী ।

সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বীরভূমের তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "এদের অনুব্রতের থেকেও বাজে হাল হবে। ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূম নেতাদের কাছে। ভোট পরবর্তী হিংসা, পাথর চুরি আর মহঃ বাজারের জিলেটিন । মহঃ বাজারের জিলেটিন উদ্ধারে নাম পাওয়া গেছে কত জানেন? বলব? ডিসেম্বরে বলব। এখন বললেই নেত্রী বলবেন এ সব জানে, আগে বলে দেয় পরের দিন ধরা পরে।"

রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কেও এদিন কটাক্ষ করেন শুভেন্দু ৷ বলেন, "এখানকার এমএলএ তো ফুলবাবু, অধ্যাপক । ভদ্রলোক, এমন ভদ্রলোক যে রামপুরহাটের বগটুইয়ে গিয়েছিল, পীড়িত-নিহতদের পরিবার তাঁকে তাড়া করেছিল। তারও একটা ভাইপো আছে । কলকাতায় যেমন একটা বড় ভাইপো আছে তেমন এখানেও একটা ছোট ভাইপো আছে । তিনি বালি খান, পাথর খান সবই খান।"

আরও পড়ুন:

  1. কথা রাখলেন অভিষেক, শাহি সভার আগেই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে পৌঁছল আর্থিক সাহায্য!
  2. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
  3. শাহী-সভার অনুমতি মামলায় 21 জুলাই নিয়ে আদালতের মন্তব্য রাজনৈতিক, মত তৃণমূলের জয়প্রকাশের

ABOUT THE AUTHOR

...view details