রামপুরহাট, ১ মার্চ : আলুচাষিদের মাথায় হাত ৷ আলুতে ধসা রোগের প্রকোপ দেখা দেওয়ায় চিন্তায় পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে আলুর ফলনে ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তাঁরা । এই রোগের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আলুর উৎপাদন যাতে কম না হয় সেবিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কৃষি দপ্তর ।
আলুতে ধসা রোগ প্রতিরোধের জন্য ব্যবস্থা নিয়েছে রাজ্য, দাবি কৃষিমন্ত্রীর - মুখ্যমন্ত্রী
আলু ধসা রোগটা প্রতিরোধ করতে কৃষি দপ্তরকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তারপরই লিপলেটের মাধ্যমে প্রচার চালিয়েছে কৃষি দপ্তর ৷ কৃষকদের নিয়ে বিভিন্ন সচেতন শিবিরও করা হচ্ছে জানালেন কৃষিমন্ত্রী ৷
রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানান, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কৃষকদের পাশে আছেন । কিছুদিন আগে ষখন এই সংবাদ আসে সঙ্গে সঙ্গে কৃষি দপ্তরকে তিনি নির্দেশ দেন, যাতে এই আলু ধসা রোগ প্রতিরোধ করা যায় । এই মর্মে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে লিফলেট। পাশাপাশি কৃষকদের নিয়ে বিভিন্ন সচেতন শিবিরও করা হচ্ছে, যেখানে তাঁদের কোন কীটনাশক ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে- তা নিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে ৷"
তিনি আরও জানান, "যাঁরা ওই কীটনাশক ব্যবহার করেছেন, যে পদ্ধতিটা বলা হয়েছিল সেই পদ্ধতিতে তাঁদের চাষের ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ হয়ে গেছে । আমরা মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ কার্যকরি হয়েছে ৷" কিন্তু রাজ্য সরকারের তরফে কৃষকদের আর্থিক সাহায্যের বিষয়ে জানতে চাওয়া হলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান মন্ত্রী ৷