পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলুতে ধসা রোগ প্রতিরোধের জন্য ব্যবস্থা নিয়েছে রাজ্য, দাবি কৃষিমন্ত্রীর - মুখ্যমন্ত্রী

আলু ধসা রোগটা প্রতিরোধ করতে কৃষি দপ্তরকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তারপরই লিপলেটের মাধ্যমে প্রচার চালিয়েছে কৃষি দপ্তর ৷ কৃষকদের নিয়ে বিভিন্ন সচেতন শিবিরও করা হচ্ছে জানালেন কৃষিমন্ত্রী ৷

Agriculture Minister
disease in potato

By

Published : Mar 2, 2020, 12:04 AM IST

রামপুরহাট, ১ মার্চ : আলুচাষিদের মাথায় হাত ৷ আলুতে ধসা রোগের প্রকোপ দেখা দেওয়ায় চিন্তায় পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে আলুর ফলনে ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তাঁরা । এই রোগের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আলুর উৎপাদন যাতে কম না হয় সেবিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কৃষি দপ্তর ।

রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানান, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কৃষকদের পাশে আছেন । কিছুদিন আগে ষখন এই সংবাদ আসে সঙ্গে সঙ্গে কৃষি দপ্তরকে তিনি নির্দেশ দেন, যাতে এই আলু ধসা রোগ প্রতিরোধ করা যায় । এই মর্মে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে লিফলেট। পাশাপাশি কৃষকদের নিয়ে বিভিন্ন সচেতন শিবিরও করা হচ্ছে, যেখানে তাঁদের কোন কীটনাশক ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে- তা নিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে ৷"

আলু ধসা প্রতিরোধ করতে কৃষি দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী

তিনি আরও জানান, "যাঁরা ওই কীটনাশক ব্যবহার করেছেন, যে পদ্ধতিটা বলা হয়েছিল সেই পদ্ধতিতে তাঁদের চাষের ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ হয়ে গেছে । আমরা মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ কার্যকরি হয়েছে ৷" কিন্তু রাজ্য সরকারের তরফে কৃষকদের আর্থিক সাহায্যের বিষয়ে জানতে চাওয়া হলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান মন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details