রামপুরহাট, 19 অগস্ট : মদ্যপানের প্রতিবাদ করায় এক সন্ন্যাসীকে হেনস্তার অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাটে ৷ বুধবার রাতে ওই ঘটনাটি ঘটে রামপুরহাটের 9 নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে ৷ অভিযোগ, ওই সন্ন্যাসীর মুখে জোর করে মদ ঢেলে দেওয়া হয় ৷ যদিও বৃহস্পতিবার সকালে স্বামী বরদানন্দ নামে ওই সন্ন্যাসীর তরফ থেকে জানানো হয়, যে যারা এই ঘটনা ঘটিয়েছিল, তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন :Rabindranath Tagore : 'কালো ছিলেন বলে রবীন্দ্রনাথকে কোলে নিতেন না মা', কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
আক্রান্ত স্বামী বরদানন্দর অভিযোগ, বুধবার রাতে আশ্রম প্রাঙ্গণে কিছু যুবক মদ্যপান করেছিল । তিনি ওই যুবকদের আশ্রমের সামনে মদ খেতে বারণ করেন । তারপরই তারা চড়াও হয়ে তাঁকে মারধর করতে শুরু করে । এমনকি জোর করে তাঁর মুখে মদ ঢেলে দেয় । বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
আক্রান্ত সন্ন্যাসী স্বামী বরদানন্দর বক্তব্য আক্রান্ত সন্ন্যাসী বলেন, "ওরা প্রায়ই এসে আশ্রমের সামনে বিভিন্ন ধরনের দুষ্কর্ম করে । আমি বারণ করায়, আমাকে হেনস্তা করে তারা । আমি বিষয়টি মৌখিকভাবে থানায় জানিয়েছি । স্থানীয় কো-অর্ডিনেটরকেও বিষয়টি বলেছি । তবে আমি এবারের মতো তাদের ক্ষমা করে দিচ্ছি । ওরা আমার ছেলের মতো তাই ক্ষমা করে দিচ্ছি ৷ কিন্তু আর যাতে এরকম ঘটনা না ঘটে ।"
আরও পড়ুন :Anubrata Mandal : বিশ্বভারতী ক্যাম্পাসে মিটিং করব, পারলে রুখবে ; হুঁশিয়ারি অনুব্রতর
স্থানীয় তৃণমূল নেতা তথা ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর মীনাক্ষী ভকত বলেন, "বিষয়টি আমি রামপুরহাট থানায় জানিয়েছি । আশ্রম কমিটির সঙ্গে কথা বলেছি । আক্রান্ত সন্ন্যাসী অভিযুক্তদের ক্ষমা করে দিয়েছে । আশ্রমের সিসিটিভি লাগানোর ব্যবস্থা খুব শীঘ্রই করা হবে । এরকম ঘটনা যাতে আর দ্বিতীয়বার না হয় তার যথাযথ ব্যবস্থা করব ।"