পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভার আসন্ন অধিবেশনে বীরভূমের সমস্যা তুলে ধরবেন শতাব্দী - কোভিড 19

বীরভূমে করোনা পরিস্থিতি ঘুরে দেখলেন সাংসদ শতাব্দী রায় ৷ বেহাল জাতীয় সড়কের বিষয় নিয়ে লোকসভার বর্ষাকালীন অধিবেশনে তিনি প্রশ্ন তুলবেন বলে জানিয়েছে তৃণমূল সাংসদ ৷

shatabdi-roy-visist-birbhum-to-see-corona-situation
লোকসভার আসন্ন অধিবেশনে বীরভূমের সমস্যা তুলে ধরবেন শতাব্দী

By

Published : Jun 9, 2021, 7:16 PM IST

রামপুরহাট, 9 জুন:গত তিনদিন ধরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় তাঁর লোকসভা এলাকা, পৌরসভা ও গ্রামাঞ্চলগুলি ঘুরে দেখছেন এবং তার পাশাপাশি পৌরসভাগুলির প্রশাসকদের সঙ্গে কোভিড সংক্রান্ত আলোচনা করছেন । আজ নলহাটি ও রামপুরহাট পৌরসভার প্রশাসক ও কো-অর্ডিনেটদের সঙ্গে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা করলেন সাংসদ শতাব্দী রায়।

আলোচনা শেষে সাংসদ বলেন, "তিন দিন ধরে বীরভূমে ঘুরে বুঝতে পারলাম করোনা পরিস্থিতি যথেষ্ট ভালো । অন্যান্য জেলা থেকে করোনা সংক্রমণ অনেক কম ।" আর কয়েকদিন পরেই লোকসভার বর্ষাকালীন অধিবেশন আরম্ভ হবে । সেখানে বীরভূমের জাতীয় সড়ক নিয়ে প্রশ্ন তুলবেন বলে জানান শতাব্দী ।

আরও পড়ুন: টিকাকরণ নিয়ে নয়া পোর্টাল এখনই চালু করছে না রাজ্য

তিনি বলেন, "বীরভূমের 60 নম্বর জাতীয় সড়কে আমি বলার পরে কাজ আরম্ভ হয়েছিল । দুবরাজপুর এলাকায় অনেকটা কাজ হলেও এখনও নলহাটির দিকটায় কোনও কাজ হয়নি । সেটা অধিবেশন শুরু হলে আবার নতুন করে বলতে হবে । সিউড়ি সাঁইথিয়া রেলের ব্রিজের কিছু কাজ অর্ধেক হয়ে আর হয়নি । দুবরাজপুরে জাতীয় সড়কের উপরে বাইপাস, এ রকম অনেক কাজই আছে যে গুলি এ বার অধিবেশনে বলব ।"

ABOUT THE AUTHOR

...view details