পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূম থেকে বর্ধমান, জেলায় পালন 71 তম সাধারণতন্ত্র দিবস

71 তম সাধারণতন্ত্র দিবস পালিত হল রাজ্যের জেলাগুলিতে ৷ জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় দিনটি ৷ সবখানেই সাধারণ মানুষ ভিড় জমান সাধারণতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান দেখতে ৷

republic day celebration at district
সাধারণতন্ত্র দিবস

By

Published : Jan 26, 2020, 2:45 PM IST

Updated : Jan 26, 2020, 3:31 PM IST

রামপুরহাট ও দুর্গাপুর, 26 জানুয়ারি: সারা দেশের মতোই 71 তম সাধারণতন্ত্র দিবস পালিত হল রাজ্যের জেলাগুলিতে ৷ পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম থেকে মুর্শিদাবাদ সবখানেই জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় দিনটি ৷

তমলুক, পশ্চিম মেদিনীপুর:

পশ্চিম মেদিনীপুরে সাড়ম্বরে পালিত হয় দিনটি ৷ সকালে তমলুক শহরে জাতীয় পতকা উত্তোলনের পর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক রেশমি কোমল ৷ উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার সহ বিশিষ্টজনেরা ।
রবিবার পুলিশ লাইনে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে জেলাবাসী । উল্লেখ্য, এবারের কুচকাওয়াজে অংশ নেয় জেলার মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর নতুন 'পিঙ্ক ক্যাব' ।

সাধারণতন্ত্র দিবসে গান স্য়ালুট, দুর্গাপুরে

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান :

দুর্গাপুর মহকুমার প্রশাসন পালন করেন 71 তম সাধারণতন্ত্র দিবস। দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনির্বাণ কোলে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP (পূর্ব) আরিশ বিলাল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা পুলিশের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মহকুমাশাসক। শেষে ছিল ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান৷

আসানসোল, পশ্চিম বর্ধমান :

আসানসোল পোলো স্টেডিয়ামে উদযাপিত হল 71 তম সাধারণতন্ত্র দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠি। তাঁকে গান স্যালুট দেয় জেলা পুলিশ। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন তিনি। এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ, পশ্চিম বর্ধমান

রামপুরহাট, বীরভূম:

সারা দেশের মতো বীরভূম জেলার রামপুরহাটে পালিত হল 71 তম সাধারণতন্ত্র দিবস l এ দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাটের মহকুমাশাসক শ্রেতা আগরওয়াল, সঙ্গে ছিলেন মহকুমার পুলিশ আধিকারিক সৌম্যজিৎ l রামপুরহাট SDS মাঠে কুচকাওয়াজ ও অন্যান্য অনুষ্ঠান দেখতে হাজির হন বহু মানুষ ৷

ব্যারাক স্কোয়ার ময়দান, মুর্শিদাবাদ:

71 তম সাধারণতন্ত্র দিবস উদযাপন মুর্শিদাবাদে। সকালে ব্যারাক স্কোয়ার ময়দানে পতাকা উত্তোলন করেন জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা। সঙ্গে ছিলেন জেলার পুলিশ সুপার অজিত সিং যাদব ও DIG শ্রী মুকেশ। উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের প্রশাসনিক অধিকর্তারা । পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় বিশেষ দিনটির। মুর্শিদাবাদ জেলা পুলিশের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে ৷ শোভাযাত্রায় ছিল রাজ্য়ের প্রকল্পগুলির একাধিক ট্যাবলো।

সাধারণতন্ত্র দিবস, রায়গঞ্জ

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর:

জেলা প্রশাসনের উদ্যোগে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের স্টেডিয়ামে পালিত হল ৭১ তম সাধারণতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, উপস্থিত ছিলেন জেলা পুলিশ অধিকর্তা সুমিত কুমার। এরপর গান স্যালুট দিয়ে জাতীয় পতাকাকে অভিবাদন করেন জেলা সশস্ত্র বাহিনীর জওয়ানরা। রবিবার কুচকাওয়াজ প্রদর্শনীতে অংশ নেয় চতুর্থ আরক্ষা বাহিনী, জেলা সশস্ত্র বাহিনী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও রায়গঞ্জের বিভিন্ন স্কুলের এনসিসি বাহিনী। শোভাযাত্রায় ছিল জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ট্যাবলো। দিনভর চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাধারণ মানুষ ভিড় জমান রায়গঞ্জ স্টেডিয়ামের সাধারণতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠানের সাক্ষী হতে।

Last Updated : Jan 26, 2020, 3:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details