পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Polygraph Test At Bagtui : বগটুই হত্যা কাণ্ডে আনরুলের পলিগ্রাফ টেষ্টে স্থগিতাদেশ দিল রামপুরহাট আদালত - Postpone Anarul polygraph test

বগটুই কাণ্ডে ধৃত আনারুল হোসেনকে পলিগ্রাফ পরীক্ষার সম্মতির জন্য রামপুরহাট আদালতে তোলা হল । বিচারক আগামী 21 এপ্রিল পর্যন্ত তার পলিগ্রাফ পরীক্ষার জন্য স্থগিতাদেশ দেন (Postpone Anarul polygraph test) ।

Polygraph Test At Bagtui
আনরুলের পলিগ্রাফ টেষ্টে স্থগিতাদেশ দিল রামপুরহাট আদালত

By

Published : Apr 13, 2022, 7:45 PM IST

রামপুরহাট, 13 এপ্রিল: বগটুই কাণ্ডে ধৃত আনারুল হোসেনকে পলিগ্রাফ পরীক্ষার সম্মতির জন্য রামপুরহাট আদালতে তোলা হল বুধবার । সিবিআই তদন্তে সবরকম সহযোগিতা করতে চান বলে জানান আনারুল ৷ বিচারক আগামী 21 এপ্রিল পর্যন্ত তার পলিগ্রাফ পরীক্ষার জন্য স্থগিতাদেশ দেন (Postpone Anarul polygraph test)।

এদিন আদালতে আনারুল জানতে চান, পলিগ্রাফ পরীক্ষা কী ? যেহেতু তার বয়স ষাটের উপরে, পাশাপাশি তিনি সুগারের রোগী, তাই পলিগ্রাফ টেষ্টে সম্মতি দিলে তার কোনও শারীরিক কোনও অসুবিধা হবে কি না ? তা সে জানতে চায় ৷ তবে সে সিবিআই তদন্তে সবরকম সহযোগিতা করতে চায় বলে আদালতে জানান ৷ তিনি আরও বলেন, বাকি 5 জন পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দেয়নি তার মানে এই নয় যে সে দেবেন না। তাই বিচারক আগামী 21 এপ্রিল পর্যন্ত আনারুলের পলিগ্রাফ পরীক্ষার জন্য স্থগিতাদেশ দেন।

আনরুলের পলিগ্রাফ টেষ্টে স্থগিতাদেশ দিল রামপুরহাট আদালত

আরও পড়ুন :CBI Has Collected DNA Sample : বগটুইকাণ্ডে মৃতদের পরিবারের লোকজনের ডিএনএর নমুনা সংগ্রহ সিবিআইয়ের

গত 8 এপ্রিল রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ 6 জনের পলিগ্রাফ পরীক্ষার জন্য রামপুরহাট মহকুমা আদালতে আবেদন করেছিল সিবিআই। আনারুলের পক্ষের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জিএম সৌভিকদের সামনে তার পলিগ্রাফ পরীক্ষার বিরোধিতা করেছিলেন। তারপরই বিচারক অভিযুক্তদের সম্মতির জন্য এক বিচারককে নিয়োগ করেন। অভিযুক্তরা কেউ এই পরীক্ষায় রাজি হননি। কিন্তু আনারুলের নিয়োগ করা আইনজীবী সেইদিন আদালতে হাজির ছিলেন না ৷ সেই কারণে 13 এপ্রিল অর্থাৎ আজকে এ বিষয়ে ফের শুনানির নির্দেশ দিয়েছিলেন বিচারক। অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেনের পলিগ্রাফ পরীক্ষার সম্মতি আছে কি না, জানতে রামপুরহাট আদালতে নিয়ে আসা হয়। আইন মোতাবেক পলিগ্রাফ টেষ্টের জন্য অভিযুক্তকে আদালতে হাজির করে তার সামনেই সম্মতি নিতে হয়। আরও বেশকিছু বিধি নির্ধারণ করেছে শীর্ষ আদালত। যেখানে সেলভি বনাম কর্নাটকের রায় অনুসারে অভিযুক্তের শারীরিক পরীক্ষা, তার বয়স-সহ অনান্য বিষয় দেখতে হয়। তাছাড়া পলিগ্রাফ পরীক্ষা করে একটি স্বাধীন সংস্থা।

ABOUT THE AUTHOR

...view details