কীর্ণাহার, 8 সেপ্টেম্বর : লোকসভায় প্রশ্ন-উত্তর পর্ব না থাকায় বিরোধিতা করেছিল তৃণমূল। বিধানসভা তারা প্রশ্নোত্তর রাখছে না কেন?" বীরভূমের কীর্ণাহারে দলীয় কর্মী সভায় যোগ দিয়ে একথা বললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, "সরকারকে না দিয়ে ধান কিনে নেওয়া, হিমঘরে আলু মজুত করা, এগুলো সবই দালাল হিসেবে তৃণমূলের লোকজন করে। খাদ্যমন্ত্রী সবই জানেন।"
বীরভূমের কীর্ণাহারে একটি বেসরকারি লজে কর্মীসভার আয়োজন করে BJP। এই সভায় যোগ দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্মীদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রসঙ্গত, বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না থাকার জন্য বিরোধিতা করেছে তৃণমূল। লোকসভায় সময়ের অভাবে প্রশ্নোত্তর পর্ব রাখা হয় না। কিন্তু, আমার প্রশ্ন বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব রাখতে সমস্যা কোথায়? যদি এতই প্রয়োজন আছে প্রশ্ন-উত্তরের, তাহলে বিধানসভায় নেই কেন ? এইরকম দ্বিচারিতা কেন। আসলে কিছুই না ৷ এগুলো জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা। লোকসভায় লিখিতভাবে প্রশ্ন উত্তর পাওয়া যাবে। আমি জানিনা বিধানসভায় এগুলো হচ্ছে কি না।"
বিধানসভায় কেন প্রশ্নোত্তর পর্ব রাখছে না, প্রশ্ন দিলীপের - question and answer session
লোকসভায় প্রশ্ন-উত্তর পর্ব না থাকায় তৃণমূল কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে ৷ আজ এই সমালোচনার পালটা জবাব দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "তৃণমূল বিধানসভা প্রশ্নোত্তর রাখছে না কেন?"
দিলীপ ঘোষ
রাজ্যের বেনামী হিমঘর গুলিতে আলু রাখছেন তৃণমূল নেতারা। এই অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "হিমঘরে আলু রাখা, সরকারকে না দিয়ে ধান কিনে নেওয়া, রাইস মিলগুলোকে ধান বিক্রি করা এগুলো সবই তৃণমূলের লোকজন দালাল হিসেবে করে। এটা নতুন কিছু না। এইসবই পার্টি জানে, খাদ্যমন্ত্রী জানেন।"