পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 18, 2023, 4:17 PM IST

ETV Bharat / state

Chandranath Sinha: 9 মাস বেতন না পেয়ে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ

দিদির দূত হিসেবে গ্রামে ঘোরার পর মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ির সামনে বিক্ষোভ ৷ মৎস্য বিভাগের অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন বেতন না পাওয়ার অভিযোগে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান (Protest in Front of the House of Minister) ৷

Etv Bharat
মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ির সামনে জমায়েত

মন্ত্রীর বাড়ি সামনে জমায়েত নিয়ে মৎস্য বিভাগের কর্মী ও চন্দ্রনাথ সিংহের প্রতিক্রিয়া

বোলপুর, 18 জানুয়ারি: বেতন পাননি 9 মাস ৷ সংসার অচল হয়ে পড়েছে ৷ এমনই অভিযোগে তুলে বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন বীরভূম ও বর্ধমান জেলার মৎস্য বিভাগের প্রায় দেড় হাজার কর্মী (Protest in Front of Minister Chandranath Sinha House)। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজ্যের মৎস্য দফতরের মন্ত্রী ছিলেন বোলপুরে বিধায়ক চন্দ্রনাথ সিংহ । বর্তমানে তিনি রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী । তিনি মৎস্যমন্ত্রী থাকার সময় রাজ্যের বিভিন্ন জায়গায় মৎস্য দফতরে অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছিল ।

অভিযোগ, প্রায় দেড় হাজার অস্থায়ী কর্মী 9 মাস ধরে বেতন পাচ্ছেন না । এই অভিযোগে এদিন বোলপুরের নায়েকপাড়ায় মন্ত্রীর বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখান বীরভূম ও বর্ধমান জেলার কর্মীরা (Fisheries Department of Birbhum and Bardhaman)৷ পরে মন্ত্রীর সঙ্গে দেখা করে কথাও বলেন তাঁরা । বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মন্ত্রীকে চিঠিও দেয় কর্মীরা । বেশ কয়েকজন অস্থায়ী কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই ৷ এই সকল দাবিতে মন্ত্রীর বাড়ির সামনে দুপুর থেকে জমায়েত হয়ে ক্ষোভ প্রকাশ করেন মৎস্য বিভাগের কর্মীরা ।

প্রসঙ্গত, রাজ্য জুড়ে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি চলছে ৷ সেই কর্মসূচিতে 'দিদির দূত' হিসেবে ইলামবাজারে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । এবার মন্ত্রীর বাড়িতে বিক্ষোভ । কর্মীদের বক্তব্য, "8 থেকে 9 মাস কোনও বেতন পাচ্ছি না ৷ এই ভাবে চলবে কী করে ৷ আমাদের কয়েকজন ছেলেকে হঠাৎ করে বসিয়ে দিয়েছে । আমরা মন্ত্রীকে জানালাম ৷ উনি বিষয়টা দেখবেন বলেছেন ৷ ওনার উপর ভরসা রাখছি, দেখা যাক কী হয় ।" এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "বিক্ষোভ কেউ দেখায়নি ৷ বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে এসেছিল কর্মীরা ৷ তারা তাদের সমস্যা লিখিত আকারে দিয়েছে । আমি বিষয়টি দেখছি কীভাবে ওদের সমস্যা সমাধান করা যায় ।"

আরও পড়ুন :বীরভূমে ফের ক্ষোভের মুখে দিদির দূত! এবার শিকার মন্ত্রী চন্দ্রনাথ

ABOUT THE AUTHOR

...view details