বোলপুর, 17 এপ্রিল: চলছে তাপপ্রবাহ ৷ আর এই তাপপ্রবাহের জেরে বীরভূমের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ৷ কখনও কখনও আবার পারদ 42 ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে ৷ তীব্র দাবদাহে ওষ্ঠাগত প্রাণ ৷ অতিষ্ঠ পশু-পাখিরাও ৷ শ্রীনিকেতন আবহাওয়া অফিসের পক্ষ থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে । বইছে লু ৷
এই তাপপ্রবাহের কারণে মৃত্যু হচ্ছে বীরভূমের একাধিক পোল্ট্রি মুরগির । বোলপুরের সিয়ান এলাকায় প্রচুর পোল্ট্রি মুরগির ফার্ম রয়েছে । এমনিতেই, গরমে মাংসের বিক্রি কমে গিয়েছে । কমেছে ডিমের চাহিদাও । গরম থেকে মুরগিদের বাঁচাতে ফার্মের জলছাদ করা হয়েছে । দেওয়া হয়েছে ফ্যান । তা সত্ত্বেও প্রতিদিনই শয়ে শয়ে মুরগির মৃত্যু হচ্ছে ৷ দাবদাহ এতটাই বেশি যে কোনও কিছুতেই কাজ হচ্ছে না ৷
উল্লেখ্য, পোল্ট্রি মুরগি এমনিতেই অতিরিক্ত গরম ও ঠান্ডা সহ্য করতে পারে না ৷ এ বছর, তাপমাত্রার পারদ ক্রমশই চড়তে থাকছে ৷ আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা, এইরকমই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস ৷ এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ এই পরিস্থিতিতে তীব্র গরমে প্রতিটি ফার্মে রোজ শয়ে শয়ে মৃত মুরগি মিলছে ৷ যার কারণে স্বাভাবিক ভাবেই মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের ৷